রোগীদের সুবিধার্থে আগামী শনি (২৯ মার্চ) ও বুধবার (২ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।
বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোয় যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম। রোগীদের সুবিধার্থে আগামী শনি (২৯ মার্চ) ও বুধবার (২ এপ্রিল) বিএমইউ হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।

এই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএমইউ হাসপাতালের বহির্বিভাগ ২৮, ৩০ ও ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরও বলা হয়, এর মধ্যে পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগামী ৪ এপ্রিল (শুক্রবার) বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোয় ২৯ মার্চ (শনিবার) থেকে ৩ এপ্রিল (আগামী বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২৯ ম র চ

এছাড়াও পড়ুন:

কড়া নাড়ছে ঈদ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে মার্কেট ও শপিংমলগুলো এখন জমজমাট। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন রাজধানীবাসী। ক্রেতা সমাগম বাড়ায় বিক্রেতারাও খুশি।

ঈদের আগে মার্কেট ও শপিংমলগুলোগুলোতে পোশাক, জুতা, অলঙ্কার ও কসমেটিকসসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পণ্যটি কিনতে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোর বিভিন্ন দোকান ঘুরছেন ও দরদাম করছেন ক্রেতারা।

এদিকে, ফুটপাতে থাকা ছোট ছোট দোকানগুলোতেও ক্রেতাদের অনেক ভিড় লক্ষ্য করা গেছে। কেনাবেচা হচ্ছে জমজমাট।

আরো পড়ুন:

শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাকাটা

শেষ সময়ে জমজমাট কুমিল্লায় ঈদবাজার

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর খিলগাঁও, মৌচাক, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, মগবাজার ও বায়তুল মোকাররম ও তার আশপাশের এলাকার কয়েকটি মার্কেট ও শপিংমলগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এরই মধ্যে অনেকেই সেরে ফেলেছেন কেনাকাটা। যারা বাকি রয়েছে তারাও ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

শনিবার রাজধানীর খিলগাঁও, মৌচাক, শান্তিনগর, মগবাজার ও বায়তুল মোকাররম এলাকায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে শপিংমলের দোকানের চেয়ে ফুটপাত থেকে ক্রেতারা পছন্দের জিনিপত্র বেশি কিনতে দেখা গেছে।

সিদ্ধেশ্বরী আয়েশা শপিং কমপ্লেক্সের মায়িদা কালেকশনের কর্ণধার  রমজান আলী বলেন, “এবার ঈদে ভালো কেনাবেচা হচ্ছে। গতবারের তুলনায় এবার অনেক ভালো। ক্রেতারা সাচ্ছন্দে পোশাক কিনছেন। আর এক দিন বা দুই দিন হতে রয়েছে। আশা করা যায় এবার বেচাবিক্রি ভালো হবে।”

সিদ্ধেশ্বরী আয়েশা শপিং কমপ্লেক্সে পাঞ্জাবি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আনোয়ার বলেন, “এবার পাঞ্জাবির দাম তেমন বাড়েনি। অন্যান্য ঈদে পাঞ্জাবির দাম অনেক বাড়তি চাওয়া হয়। সে হিসেবে এবার পাঞ্জাবির দাম সাধ্যের মধ্যেই রয়েছে। ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে ভালো পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।”

মৌচাক মার্কেটের গলিতে বাচ্চাদের পোশাক বিক্রেতা মোহাম্মদ ইউসুফ বলেন, “ঈদ উপলক্ষে বেচাকেনা ভালো হচ্ছে।গত শুক্রবার ক্রেতাদের প্রচুর ভিড় ছিল। সে অনুযায়ী ভালো কেনাবেচা হচ্ছে। সকাল বা দুপুরের চেয়ে রাতে মার্কেটে ক্রেতারা বেশি আসছেন।”

মেয়ের জন্য জামা কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, “এবার ঈদ ঢাকায় করব, তাই একটু দেরিতে কেনাকাটা করতে এসেছি। মেয়ের বয়স ৭ বছর। তার জন্য ৫৫০ টাকায় একটি ফ্রক কিনেছি।”

ফর্চুন শপিংমলের আলভি ফ্যাশনের বিক্রেতা সুমন বলেন, “এবার ঈদে পাকিস্তানি থ্রি পিস ভালো বিক্রি হচ্ছে। ক্রেতা পচ্ছন্দসই পণ্য বেছে বেছে কিনছেন। ঈদের আগে বেচাকেনা ভালো হবে আশা করছি।”

বায়তুল মোকাররমের সামনে থেকে জুতা কিনেছেন মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “ঈদে নিজের জন্য জুতা কিনেছি।দাম বেশি চাইলেও দামাদামি করে কেনা লাগছে। দাম সাধ্যের মধ্যেই রয়েছে।”

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • বাউফলের পাঁচটি এটিএম বুথের একটিতেও টাকা নেই, ঈদের আগে বিপাকে গ্রাহকেরা
  • ঈদকে সামনে রেখে চট্টগ্রামে র‌্যাবের কঠোর নিরাপত্তা কার্যক্রম
  • চাঁদের অপেক্ষায় ঈদ
  • এক টাকায় ১৮ পণ্যের ঈদ উপহার 
  • কড়া নাড়ছে ঈদ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা
  • ৯ দিনের ছুটিতে দেখুন এই ৯ সিনেমা-সিরিজ
  • ঈদযাত্রায় চাপ বেড়েছে আকাশপথেও, টিকিটের দাম দ্বিগুণ
  • ব্যাংককে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্রসচিব
  • যমুনা নদীতে বারুণীর স্নানে পুণ্যার্থীর ঢল
  • বেরোবিতে হঠাৎ আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ