সবিতার জায়গায় সুযোগ পেয়েছিল একটি কুকুর
Published: 27th, March 2025 GMT
অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া হয় সবিতা ধুলিপালার। তাঁর জায়গায় শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল একটি কুকুর। এমনও হতে পারে? নাগা চৈতন্যর স্ত্রীর সঙ্গে বাস্তবেই এমন হয়েছিল। একটি কুকুরের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। সে ঘটনা নিজেই প্রকাশ্যে আনেন সবিতা। খবর হিন্দুস্তান টাইমসের
একটি বিজ্ঞাপনচিত্রের জন্য সুযোগ পেয়েছিলেন সবিতা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘রাত সাড়ে ১১টার সময়ে আমাকে ফোন করে অডিশনে ডাকা হয়। খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টি। আমি গিয়ে অডিশন দিই।’
সবিতা ধুলিপালা। ছবি: ইনস্টাগ্রাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে।
আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ‘ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির আদেশে এ ঘোষণা দেওয়া হয়।
আদেশে বলা হয়, ঈদুল ফিতরের দিন একাধিক পক্ষ থেকে নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষমতা বলে ১৪৪ ধারা জারি করা হলো।
এতে আরও বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। সময় কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন, লাঠি বা অন্য কোনো দেশীয় অস্ত্র বহন, আতশবাজি, পটকা ও মাইকিং করা যাবে না।
ইউএনও আরও উল্লেখ করেন, ১৪৪ ধারা চলাকালীন সময়ে লামকাইন ঈদগাহ মাঠের আশেপাশে পাঁচজনের একত্রে চলাফেরা, সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ থাকবে।