নাটোরে লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শাহরিয়ার সাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন- সাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কারের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

ওসি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও থানায় আনা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন ন হত দ ই

এছাড়াও পড়ুন:

দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ

কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।

ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।

আরও পড়ুনপ্রসেনজিৎ থেকে যীশু, যে অভিনেতাদের নতুন করে চিনিয়েছিলেন ঋতুপর্ণ৩০ মে ২০২২

উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।

সম্পর্কিত নিবন্ধ