নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের
Published: 27th, March 2025 GMT
নাটোরে লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন- সাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কারের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও থানায় আনা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে রিটেইল বিজনেস ডিভিশনে ভাইস প্রেসিডেন্ট বা তদূর্ধ্ব পদমর্যাদায় হেড অব কার্ড বিজনেস পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব কার্ড বিজনেস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কার্ড ডিভিশনে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ১২ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: উল্লেখ নেই
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অফিসার, স্নাতক পাসে আবেদন২৯ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫।