রাশিয়া ও উত্তর কোরিয়া খুব শিগগির তুমেন নদীর ওপর একটি সড়ক সেতু নির্মাণ শুরু করবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এই সেতুটি নির্মাণে একমত হয়েছিল। সেসময় উভয় দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।

আরো পড়ুন:

ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প

রাশিয়ান মিডিয়া বলছে, কোরিয়ান যুদ্ধের পর ১৯৫৯ সালে চালু হওয়া ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুর কাছে এই সড়ক সেতুটি তৈরি করা হবে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সীমান্ত অতিক্রম করার জন্য একটি প্রাচীন কাঠের সেতু ব্যবহার করা হতো কিন্তু এটি ধ্বংস হয়ে যায়।

উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা আরআইএকে বলেছেন, “সেতুটির নির্মাণ এখনও শুরু হয়নি। পক্ষগুলো প্রস্তুতিমূলক কাজ করছে, নকশার ডকুমেন্টেশন চূড়ান্ত করছে, নির্মাণ কর্মী এবং সরঞ্জামের কলাম তৈরি করছে।”

অনেক বছর ধরে আলোচনায় থাকা সড়ক সেতুটি ৮৫০ মিটার (২৭৮৯ ফুট) লম্বা হবে এবং রাশিয়ান হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত হবে।

দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা এসআই অ্যানালিটিক্স গত ৫ মার্চের এক প্রতিবেদনে জানায়, সেতুর ভিত্তি এবং সড়ক যোগাযোগের কাজ শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে একমাত্র পথ, বিদ্যমান রেল সংযোগের পরে এই সেতুটির দ্রুত নির্মাণের ফলে অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক বিনিময়ে তীব্র বৃদ্ধি আশা করা হচ্ছে। এর ফলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।”

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ

কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।

ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।

আরও পড়ুনপ্রসেনজিৎ থেকে যীশু, যে অভিনেতাদের নতুন করে চিনিয়েছিলেন ঋতুপর্ণ৩০ মে ২০২২

উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।

সম্পর্কিত নিবন্ধ