তামিম ইকবালকে সাভারের কেপিজে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে মঙ্গলবার। এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে তাঁকে। 

বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন জানান, আগের চেয়ে ভালো আছেন তামিম। হাসপাতালে আরও এক সপ্তাহ রাখা হতে পারে বলে জানান তিনি। তামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শরীর স্বাভাবিক হলে থাইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা করাতে যেতে পারেন ৩৬ বছর বয়সী এ ব্যাটার। উন্নত চিকিৎসার পর তামিম জানতে পারবেন আবার খেলায় ফিরতে পারবেন কিনা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক মোস্তাফা জামান জানান, হার্টের ভেইনে স্টেন্ট বসালে নিয়ম মেনে চলতে হয় রোগীকে। 

তিনি বলেন, ‘খেলা পরিশ্রমের কাজ। শারীরিক কন্ডিশন এবং লিগের ধরনের ওপর নির্ভর করে খেলায় ফেরার বিষয়টি। তামিম খেলতে পারবেন কিনা, তা নির্ভর করবে শারীরিক সক্ষমতার ওপর। সে খেলতে চায় কিনা, সেটাও ব্যাপার। এ রকম কেসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু দেখা হয়। কয়েক মাস পরে বোঝা যাবে সে খেলার মতো অবস্থায় আছে কিনা।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ