নাড়ির টানে বাড়ির পানে ছুটছে মানুষ
Published: 27th, March 2025 GMT
আগামী সপ্তাহে ঈদুল ফিতর। আজ অফিস-আদালতের কর্মব্যস্ততা শেষে ঈদের লম্বা ছুটি শুরু হচ্ছে। প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। পথে পথে ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে বাড়ছে যাত্রীদের চাপ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও জনপথ এলাকায় গিয়ে এসব চিত্র দেখা গেছে।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় পটুয়াখালীগামী যাত্রী আরমান হোসেনের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, “এ বছর ঈদের ছুটি বেশি থাকায় যাত্রীরা সময় নিযে বাড়ি যাচ্ছেন। আমি সরকারি চাকরি করি। বাড়িতে অনেক কাজ আছে। তাই, আগেই চলে যাচ্ছি।”
গণপরিবহনে ঈদ বোনাসের নামে টিকিট প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আরমান হোসেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের সহকারী ম্যানেজার তোয়াব খান রাইজিংবিডি ডটকমকে বলেন, ভোর থেকে যাত্রীদের চাপ মোটামুটি ভালো। আজ অফিস শেষে ঈদের ছুটি শুরু। দুপুর থেকে যাত্রীদের চাপ আরো বাড়বে।
তিনি বলেন, “আমরা অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রি করছি। গাড়ি কাউন্টারে পৌঁছানোর পরপরই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। রাস্তা বেশ ফাঁকা। তাই, যাত্রীদেরও ভোগান্তি কম এবার।”
চীন সফরে যাওয়ার আগে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সড়কের যেসব স্থানে সমস্যা ছিল, তা সংস্কার করা হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ বাসের রুট পারমিট বাতিল করা হবে।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেষ মুহূর্তে কসমেটিকস জুয়েলারি ও জুতার দোকানে ভিড়
ঈদ উপলক্ষে মার্কেট, শপিংমল এবং ফুটপাতের দোকানগুলো জমজমাট। ঈদের আনন্দ রাঙিয়ে তুলতে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। বিশেষ করে পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, কানের দুল, জুতা কিনছেন তরুণীরা। ফলে অন্যান্য জিনিসের তুলনায় প্রসাধনী সামগ্রী ও জুতার দোকানে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।
সবাই চায় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে। ঈদে সাজগোজ নিয়ে বাড়তি আগ্রহ থাকে তরুণ-তরুণী উভয়েরই। যে কারণে সেলুন-পার্লারেও ভিড় বেড়েছে। নিজের রুচি ও আভিজাত্য প্রকাশ পায় সাজসজ্জায়। ঈদে নতুন পোশাকের সঙ্গে মিল রেখে এ কারণে অনেকেই খুঁজছেন সাজসজ্জার সামগ্রী।
রবিবার (৩০ মার্চ) রাজধানীর খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেট, খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদ মার্কেট, মৌচাক মার্কেট, ফর্চুন শপিংমল ও শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন মৌচাক মার্কেটের পাশের গলিতে অস্থায়ী দোকানগুলোতে নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রেতারা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। একই রকম চিত্র দেখা গেছে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন মার্কেটে। তবে শপিংমলগুলোতে তুলনামূলক ভিড় কম লক্ষ্য করা গেছে।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ডিজাইনের চুড়ি জোড়াপ্রতি ১০০ থেকে ৩ হাজার টাকায়, কানের দুল জোড়াপ্রতি বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২০০০ টাকায়, গহনার সেট ২০০ টাকা থেকে ৫০০০ টাকায়, মেকআপ বক্স ১৫০ থেকে ২০০০ টাকায়, লিপস্টিক ৫০ থেকে ১০০০ টাকায়, আইলাইনার ৩০০ থেকে ১২০০ টাকায়, মাস্কারা ১০০ থেকে ৪০০ টাকায়, জুতা-স্যান্ডেল ২০০ থেকে ৪০০০ টাকায় এবং চুলের ক্লিপ ১০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদ হচ্ছে চৈত্র মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। এখন বেশ গরমও পড়েছে। তাই ঈদের সাজগোজের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। এবারের ঈদে হালকা ও স্নিগ্ধ সাজসজ্জার প্রতি তরুণীদের ঝোঁক রয়েছে।
বিক্রেতারা জানান, পোশাক-আশাক কেনাকাটা আগেই হয়েছে। শেষ সময়ে কসমেটিকস, জুয়েলারি ও জুতার দোকানে ভিড় বেশি রয়েছে। বেশিরভাগ তরুণী এখন কসমেটিকস, গহনা ও অলঙ্কার কিনছেন। বিশেষ করে পোশাকের সাথে ম্যাচিং করে লিপস্টিক, চুড়ি ও জুতা-স্যান্ডেল কিনছেন।
মৌচাক মার্কেটের গহনা ও কসমেটিকস বিক্রেতা ফিরোজ হাসান বলেন, ঈদের বেচাকেনা ভালো হচ্ছে। ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে। সকাল বা দুপুরের চেয়ে সন্ধ্যায় মার্কেটে ক্রেতারা বেশি আসছেন। ক্রেতারা পচ্ছন্দমতো কসমেটিকস, গহনা ও অলঙ্কার কিনছেন। কেউ কেউ পোশাকের সঙ্গে ম্যাচিং করে গহনা ও অলঙ্কার কিনছেন।
এই মার্কেটের ক্রেতা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রোদেলা রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে মৌচাক মার্কেটে কম দামের আকর্ষণীয় ডিজাইনের গহনা এসেছে, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আমি কানের দুল ও চুলে ক্লিপ কিনেছি। দাম ঠিকঠাক আছে।
খিলগাঁও তিলপাপাড়া জামে মসজিদ মার্কেটের চায়না সুজ দোকানের বিক্রেতা মো. রহমান বলেন, ঈদে জুতা কেনার চাহিদা থাকে। বাজারে ক্রেতা সমাগম রয়েছে। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই জুতা বিক্রি হচ্ছে।
মার্কেট করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিসা রহমান বলেন, ঈদের বাজার করতে এসেছি, জুতা কিনেছি। এবার জুতার দাম বেশি মনে হচ্ছে। তবে দামাদামি করে নিতে পারলে ক্রেতা সঠিক দামে জুতা কিনতে পারবেন।
ঢাকা/এনটি/