চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. নাছির উদ্দিন (৪৪) নামে একজন কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত নাছির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনার সাথে কারা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে এক ঈদগাহে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকাধীন এক ঈদগাহে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন চিঠি জারি করেছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গফরগাঁও উপজেলাধীন ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।

চিঠিতে আরো বলা হয়েছে, ওই এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্রের ব্যবহার, পাঁচ সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ