২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসানের ধারা অব্যাহত আছে বিডি সার্ভিসের। এর আগে প্রথম প্রান্তিকেও লোকসানে ছিল কোম্পানিটি। অর্থাৎ সামগ্রিকভাবে বছরের প্রথম ছয় মাসে লোকসানে আছে বিডি সার্ভিস।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা; ২০২৩ সালের একই সময় যা ছিল ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে। অর্ধবার্ষিক হিসাবে দেখা যাচ্ছে, জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে শেয়ারপ্রতি ৫ টাকা ২০ পয়সা; গত বছরের একই সময় যা ছিল ২ টাকা ৭৪ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়ে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১ টাকা ৯৭ পয়সায় নেমে এসেছে; ২০২৩ সালে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। এ ছাড়া ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল টাকা ২২৩ টাকা শূন্য ৬ পয়সা; ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ২২৮ টাকা ২৬ পয়সা। অর্থাৎ সামগ্রিকভাবে কোম্পানিটি আর্থিকভাবে চাপের মুখে আছে। ২০১৪ সালের পর কোম্পানিটি লভ্যাংশ দেয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড স ম বর

এছাড়াও পড়ুন:

এডিপির ব্যয় আগের চেয়ে ২৫ হাজার কোটি টাকা কম

দেশে অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও স্থবির হয়ে পড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত গত ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার ৩৭ শতাংশেরও কম।

গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪২ শতাংশেরও বেশি। অন্যদিকে একক মাস হিসেবে মার্চে এডিপি বাস্তবায়নের হার ৭ শতাংশেরও কম, যা গত অর্থবছরের একই মাসে ছিল ৯ শতাংশ। সব মিলিয়ে ৯ মাসের ব্যয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা কম। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ বিষয়ে হালনাগাদ প্রতিবেদন আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে।

এতে দেখা যায়, গত ৯ মাসে বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা। আগের একই সময়ের চেয়ে ব্যয় কমেছে ২৪ হাজার ৭১৮ কোটি টাকা। একক মাস মার্চে ব্যয় হয়েছে ১৫ হাজার ৩৩৮ কোটি টাকা। এ ব্যয় গত বছরের মার্চে ছিল ২২ হাজার ১০ কোটি টাকা। অর্থাৎ মাসের হিসাবে মার্চে উন্নয়ন ব্যয় গত বছরের মার্চের চেয়ে ৬ হাজার ৬৭২ কোটি টাকা কম। 

চলতি অর্থবছরে ১ হাজার ৩২৭টি প্রকল্প, ১৭টি উপপ্রকল্প ও উন্নয়ন সহায়তা থোক হিসেবে ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের বিপরীতে মূল এডিপিতে বরাদ্দের পরিমাণ ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। তবে বাস্তবায়নে স্থবিরতার কারণে এডিপি সংশোধন করে সংশোধিত এডিপির (আরএডিপি) আকার রেকর্ড পরিমাণ ছোট করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপি থেকে ব্যয় কমানো হয়েছে ১৮ শতাংশ বা ৪৯ হাজার কোটি টাকা। এতে আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। 

সম্পর্কিত নিবন্ধ

  • ছোট বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গতি কম
  • সমঝোতায় বাধা যেখানে
  • এপারের সিমেন্টে নজর আরাকান আর্মির
  • বহির্নোঙরে বন্দর কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে
  • বিশ্ববাণিজ্যে এগিয়ে কারা
  • জুলাই-মার্চ মেয়াদে তৈরি পোশাক রপ্তানি ১০.৮৪% বেড়েছে
  • এডিপির ব্যয় আগের চেয়ে ২৫ হাজার কোটি টাকা কম
  • চলতি অর্থবছরের জুলাই–মার্চে পাঁচ বছরের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
  • শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগের ঘোষণা
  • বন্দর থেকে ১০০ কোটি টাকা গৃহকর পেল চসিক