গাজার কিছু এলাকা দখল করতে পারে ইসরায়েল: নেতানিয়াহু
Published: 27th, March 2025 GMT
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার আরো অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “হামাস যদি বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তাহলে গাজা উপত্যকার অঞ্চল দখল করে নেওয়া হবে।”
বুধবার (২৬ মার্চ) পার্লামেন্টে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
নেতানিয়াহু এমন এক সময়ে এই হুমকি দিলেন, যার মাত্র সপ্তাহ খানেক আগে তার দেশ গাজায় নতুন করে হামলা চালানো শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন আর সর্বমোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
আরো পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ নিহত ২৩
গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ২১
নেতানিয়াহু বলেছেন, “হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, আমাদের দমন-পীড়ন তত বেশি শক্তিশালী হবে। এর অঞ্চল দখল করা এবং অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত।”
গাজায় এখনো ইসরায়েলের ৫৯ জন বন্দি রয়েছে। এদের মধ্যে মাত্র ২৫ জন এখনো জীবিত বলে ইসরায়েল মনে করে।
জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্মত যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে জীবিত সব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। তবে, চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী ধাপে কোনো চুক্তি ছাড়াই ইসরায়েল গাজায় পুনরায় আক্রমণ শুরু করে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গত সপ্তাহে একই ধরনের হুমকি দিয়েছিলেন। গত শুক্রবার এক বিবৃতিতে কাটজ বলেছিলেন, ‘আমি (সেনাবাহিনীকে) গাজায় আরো বেশি অঞ্চল দখলের নির্দেশ দিয়েছি.
তবে হুমকির পর পালটা জবাব দিয়েছে হামাসও।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ইসরায়েল যদি বন্দিদের উদ্ধারের জন্য ‘বল প্রয়োগ করে’, তাহলে তাদের ‘কফিনে’ ফিরিয়ে দেওয়া হবে।
এছাড়াও হামাসের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করা এবং পুনরায় যুদ্ধ করা নেতানিয়াহুর একটি ‘পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত’ ছিল।
হামাস আরো জানায়, চুক্তির ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায় নেতানিয়াহুর। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যস্থতাকারীদের অবশ্যই তাকে আগ্রাসন বন্ধ করতে এবং আলোচনার পথে ফিরে আসার জন্য চাপ দিতে হবে।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বর হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, জেলা ও মহানগর শাখা। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন। কর্মসূচি থেকে ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা আমাদের ব্যথিত করেছে। গাজায় গত ৮ এপ্রিল পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই বর্বরতার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’’
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রফিক আলম, সরকার শরিফুল ইসলাম, আফজাল হোসেন, ফজলুল করিম বাবলু প্রমুখ।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে হাতুড়িপেটায় যুবকের মৃত্যু
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে তাদের মা: পুলিশ
ঢাকা/কেয়া/বকুল