Risingbd:
2025-03-30@11:08:41 GMT

সিনেমার গান গাইলেন আফরান নিশো

Published: 27th, March 2025 GMT

সিনেমার গান গাইলেন আফরান নিশো

অভিনেতা আফরান নিশো নাটকের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এবার নিজের সিনেমায় গান গাইলেন এই নায়ক। তার অভিনীত ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। খবরটি তার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। গানটি গতকাল ২৬ মার্চ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

সিনেমার জন্য এই প্রথম গান গাইলেন নিশো। ‘দাগি’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল যখন গানটির ডেমো ভার্সন শুনিয়ে প্রশ্ন করেন, কেমন লাগছে তখন নিশো সেটিকে 'ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল' বলেছিলেন। এরপর প্রযোজক তাকে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন এবং নিশো রাজি হন।

নিশো আশাবাদী যে শ্রোতা-দর্শকরা গানটি শুনে মুগ্ধ হবেন। ঈদ বিনোদনের নতুনত্ব পাবেন।

‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

গুলির মধ্যে ঈদের নামাজ আদায় গাজাবাসীর

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদের দিনটিতেও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ ফিলিস্তিনি নিহত হয়েছে,যাদের মধ্যে পাঁচজনই শিশু। সকালে গোলাগুলির মুখেই ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। আবার যারা নামাজ শেষে নিহত স্বজনদের স্মরণে কবরস্থানে গিয়েছিলেন তাদের ওপর টিয়ার গ্যাস দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরা অনলাইন।

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় রবিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝেই রবিবার ঈদের নামাজ আদায় করেন গাজার মুসলিমরা।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নামাজের সময় গুলির শব্দ শোনা যাচ্ছিল।

ঈদের সকালে ইসরায়েলি বাহিনী কমপক্ষে নয়জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঈদুল ফিতরে জেনিন কবরস্থানে প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ