Risingbd:
2025-04-19@17:40:17 GMT

সিনেমার গান গাইলেন আফরান নিশো

Published: 27th, March 2025 GMT

সিনেমার গান গাইলেন আফরান নিশো

অভিনেতা আফরান নিশো নাটকের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এবার নিজের সিনেমায় গান গাইলেন এই নায়ক। তার অভিনীত ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। খবরটি তার ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। গানটি গতকাল ২৬ মার্চ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

সিনেমার জন্য এই প্রথম গান গাইলেন নিশো। ‘দাগি’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল যখন গানটির ডেমো ভার্সন শুনিয়ে প্রশ্ন করেন, কেমন লাগছে তখন নিশো সেটিকে 'ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল' বলেছিলেন। এরপর প্রযোজক তাকে গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন এবং নিশো রাজি হন।

নিশো আশাবাদী যে শ্রোতা-দর্শকরা গানটি শুনে মুগ্ধ হবেন। ঈদ বিনোদনের নতুনত্ব পাবেন।

‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে আফরান নিশো একজন দাগি আসামির চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন তমা মির্জা। গেল বছরের সুপারহিট ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আবারও জুটি হয়ে ফিরছেন তারা। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

রুক্ষ-শুষ্ক চা বাগানে অবশেষে স্বস্তির বৃষ্টি

টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার উপজেলাগুলোর চা বাগানগুলো অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। বিক্ষিপ্ত বৃষ্টির স্পর্শে নির্মল সবুজের দেখা মিলেছে সেখানে। প্রথম দফা বৃষ্টির পরেই চা গাছগুলোতে নতুন কুঁড়ি উঁকি দিতে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রচণ্ড তাপে ঝলসে গিয়েছিল বাগানের অধিকাংশ চা গাছ। অনেক স্থানে শুরু হয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। চা উৎপাদন শুরুর মৌসুমে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কমে যায় উৎপাদনের গতি। চলতি সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাগান রক্ষায় কৃত্রিম সেচের প্রয়োজন নেই। চলতি বছরে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি। 

সম্পর্কিত নিবন্ধ