জাতিসংঘে দাপ্তরিক ভাষা, ক্রু-৯, বাংলাদেশে স্টারলিংক, আরসা, রাবনাবাদ চ্যানেল কী—জানুন
Published: 27th, March 2025 GMT
১. জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট–২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ—
ক. সিঙ্গাপুর
খ. তাইওয়ান
গ. জাপান
ঘ. ভুটান
উত্তর: খ. তাইওয়ান (বাংলাদেশের অবস্থান ১৩৪তম)
২. দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
ক. চট্টগ্রাম-সন্দ্বীপ
খ. টেকনাফ–সেন্ট মার্টিন
গ. নোয়াখালী-ভোলা
ঘ. কুয়াকাটা-বরগুনা
উত্তর: ক.
৩. ২০২৫ সালের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনের (আসিয়ান) সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ?
ক. ইন্দোনেশিয়া
খ. ব্রুনাই
গ. মালেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তর: গ. মালেশিয়া
৪. টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ?
ক. গুলশান সোসাইটি মসজিদ, ঢাকা
খ. বাইতুর রউফ জামে মসজিদ, ঢাকা
গ. জেবুন নেসা মসজিদ, সাভার
ঘ. আমান মসজিদ, নারায়ণগঞ্জ
উত্তর: গ. জেবুন নেসা মসজিদ, সাভার
৫. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটানো দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসার মিশন কী নামে পরিচিত?
ক. ক্রু-৯
খ. ক্রু-৮
গ. প্রোগ্রেস ৯০
ঘ. সয়ুজ এমএস ২৬
উত্তর: ক. ক্রু-৯
আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫৬. সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল—
ক. জাতীয় সেনা দল
খ. সৈনিক ফ্রন্ট
গ. আর্মি পার্টি
ঘ. জনতার দল
উত্তর: ঘ. জনতার দল (আহ্বায়ক-শামীম কামাল)
৭. যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবে শান্তি আলোচনার পর কোন জলভাগে সামরিক তৎপরতা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন?
ক. কৃষ্ণসাগর
খ. ভূমধ্যসাগর
গ. বাল্টিক সাগর
ঘ. পূর্ব সাইবেরিয়ান সাগর
উত্তর: ক. কৃষ্ণসাগর
৮. পূর্ব পাকিস্তানে সামরিক বাহিনী মোট কয়টি স্থায়ী ও অস্থায়ী ক্যান্টনমেন্টে বিন্যস্ত ছিল?
ক. ১২টি
খ. ১০টি
গ. ৮টি
ঘ. ৬টি
উত্তর: গ. ৮টি
৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বই ‘উইটনেস টু সারেন্ডার’-এর লেখক—
ক. এ আর সিদ্দিকি
খ. রাও ফরমান আলী
গ. খাদিম হুসেন রাজা
ঘ. সিদ্দিক সালিক
উত্তর: ঘ. সিদ্দিক সালিক
১০. ‘বিশ্ব পানি দিবস’ পালিত হয় প্রতিবছর—
ক. ১৮ ফেব্রুয়ারি
খ. ২৬ এপ্রিল
গ. ১২ মার্চ
ঘ. ২২ মার্চ
উত্তর: ঘ. ২২ মার্চ
১১. বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে—
ক. ৩০ মার্চ ২০২৫
খ. ৯ এপ্রিল ২০২৫
গ. ১ মে ২০২৫
ঘ. ১ জানুয়ারি ২০২৬
উত্তর: খ. ৯ এপ্রিল ২০২৫
আরও পড়ুনচীনের সেরা ১০ স্কলারশিপ: টিউশন ফি মওকুফ-আবাসন-চিকিৎসার সঙ্গে মিলবে মাসিক ভাতাও২৬ মার্চ ২০২৫১২. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন—
ক. কার্সটি কভেন্ট্রি
খ. লারিসা ল্যাটিনিনা
গ. ইসাবেল ওয়ের্থ
ঘ. রাইসা স্মেটানিনা
উত্তর: ক. কার্সটি কভেন্ট্রি
১৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) কোন লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানির কথা বলা হয়েছে?
ক. এসডিজি-২
খ. এসডিজি-৪
গ. এসডিজি-৬
ঘ. এসডিজি-৮
উত্তর: গ. এসডিজি-৬
১৪. রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) আগের নাম—
ক. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন
খ. হারাকাহ আল ইয়াকিন
গ. আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন
ঘ. আল আশতার ব্রিগেডস
উত্তর: খ. হারাকাহ আল ইয়াকিন (ইংরেজিতে-ফেইথ মুভমেন্ট)
১৫. পৃথিবীর সর্ববৃহৎ প্রবালপ্রাচীর—
ক. গ্রেট ব্যারিয়ার রিফ
খ. অ্যামাজন রিফ
গ. বেলিজ ব্যারিয়ার রিফ
ঘ. কোরাল ট্রায়াঙ্গেল
উত্তর: ক. গ্রেট ব্যারিয়ার রিফ
১৬. পায়রা সমুদ্রবন্দর কোন চ্যানেলে অবস্থিত?
ক. শাহবাজপুর চ্যানেল
খ. হাতিয়া চ্যানেল
গ. মাতারবাড়ী পোর্ট চ্যানেল
ঘ. রাবনাবাদ চ্যানেল
উত্তর: ঘ. রাবনাবাদ চ্যানেল (পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়)
১৭. এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের অধীন মোট কয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে?
ক. ৬টি
খ. ৯টি
গ. ১১টি
ঘ. ১৩টি
উত্তর: গ. ১১টি
আরও পড়ুনশক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ, নতুন স্থলবন্দর, সেরা বিমানবন্দর, দুর্নীতিগ্রস্ত দেশে বাংলাদেশ কত—জানুন১৩ ফেব্রুয়ারি ২০২৫১৮. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ফ্রান্সের দেওয়া উপহার ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোনো নদীর তীরে অবস্থিত?
ক. মিসিসিপি নদী
খ. হাডসন নদী
গ. গিনিজ নদী
ঘ. কলোরাডো নদী
উত্তর: খ. হাডসন নদী
১৯. জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষা কয়টি?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তর: ক. ৬টি
২০. বিমসটেকের (BIMSTEC) ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ঢাকা, বাংলাদেশ
খ. দিল্লি, ভারত
গ. ব্যাংকক, থাইল্যান্ড
ঘ. কুয়ালালামপুর, মালেশিয়া
উত্তর: গ. ব্যাংকক, থাইল্যান্ড (২-৪ এপ্রিল, ২০২৫)
* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলোশিপ’
ভাসমান স্কুলের উদ্ভাবক স্থপতি মোহাম্মদ রেজোয়ান ২০২৫ সালের “ইয়েল বিশ্ব ফেলো” হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি এ লিডারশিপ ফেলোশিপ প্রদান করে, যা বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম।
এবছর বিশ্বের ৪ হাজার ২০০ জনের অধিক মনোনীত প্রার্থীর মধ্যে থেকে নেতৃত্ব প্রদানকারী ১৬ জন বিশিষ্ট ব্যক্তি “ইয়েল বিশ্ব ফেলো” হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা শাসনব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, ব্যবসা, গণমাধ্যম, আইন, প্রযুক্তি, ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এদের মধ্যে মাত্র ৩ জন অলাভজনক সংস্থায় (এনজিও) কাজ করেন।
রেজোয়ান ছাড়াও ২০২৫ সালের ফেলোদের মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশবান্ধব ব্যবসার প্রবক্তা ম্যাথিয়াস উইকস্ট্রম, জর্জিয়ার সাবেক সংসদ ভাইস-স্পিকার ও গণতন্ত্র বিশেষজ্ঞ তামার চুগোশভিলি, নাইজেরিয়ার বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী বুকোলা এলেমিদে (আসা), মিশরীয় চলচ্চিত্র নির্মাতা মারিয়াম এল মারাকেশি, এবং প্যারাগুয়ের শীর্ষস্থানীয় বিচার বিভাগীয় ব্যক্তিত্ব ভিভিয়ান নুনেজ।
“ইয়েল বিশ্ব ফেলো” প্রোগ্রাম হলো চার মাসের একটি পূর্ণকালীন রেসিডেনসিয়াল প্রোগ্রাম, যা ইয়েল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টার থেকে পরিচালিত এবং জ্যাকসন স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স-এ অবস্থিত।
ইয়েল ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টারের ডিরেক্টর এমা স্কাই বলেন, ভাসমান স্কুল শুধু বাংলাদেশের নয়, এখন সারা বিশ্বের আশা। কেননা রেজোয়ানের উদ্ভাবিত ভাসমান শিক্ষার টেকসই মডেল জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত দুই দশকে তার নেতৃত্বে পরিচালিত উদ্যোগ দেখিয়েছে যে, জলবায়ু অভিযোজনে স্থানীয় উদ্ভাবন কেবল একটি দেশে নয়, বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে।
স্থপতি রেজোয়ান চলনবিলের এমন এক প্রত্যন্ত অঞ্চলে বেড়ে উঠেছেন, যেখানে বন্যার কারণে প্রতিবছর স্কুল বন্ধ হয়ে যেত, মানুষের জীবিকা অনিশ্চিত হতো, আর সেইসঙ্গে মৌলিক সেবাগুলো বাধাগ্রস্ত হতো। কিন্তু তিনি এই সমস্যাকে কেবল সংকট হিসেবে দেখেননি, বরং এরই মাঝে একটি নতুন সমাধানের পথ খুঁজেছেন। তার প্রতিষ্ঠান সিধুলাই স্বনির্ভর সংস্থা ২০০২ সালে বিশ্বের প্রথম ভাসমান স্কুলের ধারণা বাস্তবায়ন করে। সৌরবিদ্যুৎ চালিত নৌকায় পরিচালিত এসব স্কুল বন্যার মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে।
শুধু শিক্ষা নয়, রেজোয়ান এর উদ্যোগ সম্প্রসারিত হয়েছে ভাসমান গ্রন্থাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, প্লে গ্রাউন্ড ও ভাসমান কৃষি খামারের মাধ্যমে। বাংলাদেশ সরকার তার উদ্ভাবন (ভাসমান স্কুল)-কে জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০)-তে অন্তর্ভুক্ত করেছে। তার উদ্ভাবনী মডেল এখন পর্যন্ত এশিয়া ও আফ্রিকার আটটি দেশে সফলভাবে অনুসরণ করা হয়েছে।
বিশ্ব ফেলো হিসেবে রেজোয়ান ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফল সেমিস্টার (আগস্ট-ডিসেম্বর) এ লেকচার ও পরামর্শ দেবেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেবেন, গবেষণামূলক কাজ করবেন, এবং বাংলাদেশের অভিজ্ঞতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরবেন।
রেজোয়ান বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষদের জন্য যারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন। তাদের কাছ থেকে প্রাপ্ত প্রেরণার কারণেই আমরা প্রমাণ করতে পেরেছি যে, নতুন সমাধান বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই আসতে পারে। আশা করি, ইয়েল ইউনিভার্সিটির এই স্বীকৃতি জলবায়ু অভিযোজন ও শিক্ষার উন্নয়নের সিধুলাই ভাসমান স্কুল মডেলকে বৈশ্বিক পর্যায়ে আরো ব্যাপক আকারে বিস্তারের সুযোগ করে দিবে।
২০০২ সাল থেকে শুরু হওয়া মরিস আর. গ্রিনবার্গ বিশ্ব ফেলো প্রোগ্রাম ইয়েল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল লিডারশিপ সেন্টারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যা ভবিষ্যতের প্রভাবশালী নেতাদের স্বীকৃতি দিয়ে থাকে। এই ফেলোশিপে অংশগ্রহণকারীদের অনেকে পরবর্তীতে হয়ে উঠেছেন বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব—যেমন, রাশিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আলেক্সেই নাভালনি, যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, আর্জেন্টিনার সাবেক অর্থ ও উৎপাদন মন্ত্রী মার্টিন লুস্তু এবং লিচেনস্টাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাটরিন এগেনবার্গার।
রেজোয়ানের “ভাসমান স্কুল” ধারণাকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা (ইউনিসেফ, ইউএনইপি, ও ইউএনডিপি) উদ্ভাবন হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৯ সালে, ব্রিটিশ বই ‘আর্থ হিরোস’ তাকে বিশ্বের ২০ জন “আর্থ হিরো”-এর একজন হিসেবে স্বীকৃতি দেয়। রেজোয়ান ও তার ভাসমান স্কুল এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং তাইওয়ানসহ বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।