Risingbd:
2025-03-30@10:03:10 GMT

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা 

Published: 27th, March 2025 GMT

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা 

সিনিয়রকে তুই সম্বোধন করায় ময়মনসিংহে মো. সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।  

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে খুন হয়েছে সজিব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব, মন্টিকে তুই সম্বোধন করে। এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। 

ওসি আরো জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ঢাকা/মিলন/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণী নিহত

ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় বর্ণালী সিটি গার্ডেন ভবনের ১৩তলা থেকে পরে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘‘দুপুর সোয়া ১টার দিকে লিফটে করে বর্ণালী সিটি গার্ডেন ভবনের ছাদে ওঠেন ওই তরুণী। এ সময় তিনি মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন। পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।’’

তিনি আরো বলেন, ‘‘ভবনে বসবাসরত কেউ ওই তরুণীকে চিনেন না বলে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি বাহির থেকে এসেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
  • ময়মনসিংহে ভুট্টা খেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
  • শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
  • শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি সমাগমের আশা
  • ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশের ৪ অঞ্চল, ফায়ার সার্ভিসের ৯ সতর্কবার্তা
  • ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের ৯ সতর্কবার্তা, ঝুঁকিতে ৪ অঞ্চল
  • ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের ৯ সতর্কবার্তা
  • গাজীপুরে ৬৬ ভাগ কারখানা ছুটি, মহাসড়কে থেমে থেমে যানজট 
  • ময়মনসিংহে বহুতল ভবন থেকে ‘লাফিয়ে পড়া’ তরুণীর পরিচয় মিলেছে
  • ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণী নিহত