চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার একটি ভবনে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া বাসায় দিনে প্রকাশ্যে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় এই ডাকাতির চেষ্টা চলে। এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এলে দুই যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকতে জসিমের বিল্ডিং নামের একটি আবাসিক ভবনের একজন ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। দুপুরে দুই যুবক অস্ত্র হাতে উক্ত তালাবদ্ধ বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় স্থানীয়রা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ অবস্থায় অস্ত্র হাতে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের ভাষ্য শোনে। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।” 

ঢাকা/রেজাউল/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কোন ভাষার মানুষ কীভাবে ‘ঈদের শুভেচ্ছা’ জানান

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদুল ফিতর। পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি এই ঈদ।
বিশ্বজুড়ে ১৯০ কোটি মুসলিম ঈদ উৎসব উদ্‌যাপন করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।

সৌদি আরবে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ঈদের দিন মুসলিমরা ঈদের নামাজ পড়েন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ে সবচেয়ে জনপ্রিয় ‘ঈদ মোবারক’। আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ে ‘ঈদ সা’ইদ’ (খুশির ঈদ) শব্দযুগলও ব্যবহার করা হয়।

তবে দেশে দেশে বিভিন্ন ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে আরও বেশ কিছু শব্দের ব্যবহার হয়।

নিচে ১৩টি ভিন্ন ভাষায় যেভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়, তা তুলে ধরা হলো—

আরবি ভাষায় ‘ইঈদ মোবারক’

অসমিয়া ভাষায় ‘ঈদ মোবারক’

বাংলা ভাষায় ‘ঈদ মোবারক’

বসনীয় ভাষায় ‘বাইরাম শরিফ মোবারক অলসুন’

ইংরেজি ভাষায় ‘ঈদ মুবারাক’

ফারসি ভাষায় ‘ঈদে খোদাসেফেরৎ মোবারক বসারা’

ফরাসি ভাষায় ‘জে ভ্যু সুইত আঁ জইউস এইদ’

হিন্দি ভাষায় ‘ঈদ মুবারক’

বাহাসা মালয়েশিয়া ‘সালামত হারি রায়া আইদিল ফিতর’

মান্দারিন ভাষায় ‘কাই জা জেয়া কোয়া গোয়া’

পশতু ভাষায় ‘আখতারদে মোবারকশাহ’

তুর্কি ভাষায় ‘ই বারামোর’

উর্দু ভাষায় ‘ঈদ মোবারক’

সম্পর্কিত নিবন্ধ