ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময় ১১ হাজার ৪২১টি যানবাহন পারাপার হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে এ টোল আদায় হয়েছে। বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর সাইড অফিসের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়। অন্য দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় হয়। 

তিনি আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণাঞ্চলমুখো যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদ ম স ত

এছাড়াও পড়ুন:

‘পৃথিবীতে এক চাঁদ এক সূর্য’ বিশ্বাসে সুরেশ্বরী (রহ.) ভক্তদের ঈদ 

পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে শরীয়তপুরের অন্তত ৩০টি গ্রামে সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 

রবিবার (৩০ মার্চ) সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের ভক্ত ও অনুরাগীরা শত বছর ধরে চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করে আসছেন। জেলায় সুরেশ্বর, কেদারপুর, চাকধসহ অন্তত ৩০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারী রয়েছে। রবিবার সকালে সুরেশ্বর দরবার শরীফের মাঠে তারা ঈদের নামাজ আদায় করেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বর দরবার শরীফে নির্দিষ্ট সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

শাহ সুফি সৈয়দ বেলাল নূরী বলেন, ‘‘আমরা বিশ্বাস করি পৃথিবীতে এক চাঁদ এক সূর্য। তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা তার উপর নির্ভর করে রোজা ও ঈদ উদযাপন করি। এতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে মিলে যায়।’’ 

সাইফুল//

সম্পর্কিত নিবন্ধ