Prothomalo:
2025-04-19@09:41:42 GMT

ভিনদেশি নতুন দুই ফুলের হাসি

Published: 27th, March 2025 GMT

সকালবেলায় চৈত্র মাসের বাতাস বইছে। মনু নদের ওপর আপনমনে উড়ছে কিছু ধূসর ডানার চিল। নদের হাঁটুজলে টানা হাতা জাল দিয়ে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। বর্ষায় প্রাণকাঁপানো মনু নদের অবস্থা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’র মতো। জল শুকিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। নদের বুকের ভেতর বালুর চর জেগেছে। দেখে মনে তো পড়তেই পারে ‘আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে.

..।’ এই ছোট নদ দিয়ে গাড়ি পার না হোক, হাঁটুজল পার হয়ে ঠিকই গরুর দল নিয়ে একজন তরুণ অপর পারের দিকে ছুটে চলেছেন।

মৌলভীবাজার শহরসংলগ্ন নদটির পাড়ে এই বসন্তের কালে অনেকগুলো চেনা-অচেনা ফুল ফুটেছে। যার কিছু এই অঞ্চলেই শুধু নয়, দেশেও নতুন। যেসব ফুল এদিকে এর আগে কোথাও ফুটেছে কি না, বলা মুশকিল। ফুটন্ত ফুলগুলো সকালবেলার মৃদু বাতাস ও আলোয় আরও উজ্জ্বল, ফোটার আনন্দে যেন আরও চনমনে হয়ে আছে। ফোটা ফুলকে ঘিরে গুনগুন করছে, উড়ছে কালো ভোমরার দল।

মৌলভীবাজার শহরের শান্তিবাগ ওয়াকওয়ে ধরে হাঁটতে গেলে একটু পরপরই কোনো না কোনো ফুলের দেখা মিলেছে। ফুটেছে চিরল সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ কল্কে ফুল। পাতাঝরা ডালের কোথাও সাদা, কোথাও সাদা-গোলাপি কাঠগোলাপ ফুটে আছে। কোথাও হলুদ সোনার মতো ফুটে আছে অশোকমঞ্জরী। ওতে কালো ভোমরার দল টানা গুনগুন করছে। কোথাও ফুটেছে রক্তকাঞ্চন, ফুটেছে অর্কিড কাঞ্চন। আর আছে একাধিক রঙের রাধাচূড়া, তারাও হাসছে। সবাই যার যার মতো ফুটে আছে এই বসন্তের কালে।

শাখা-প্রশাখায় ফুটেছে গ্লিরিসিডিয়া। মৌলভীবাজারের শান্তিবাগ ওয়াকওয়েতে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল রোকেয়ার

কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার সমকালকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। শনিবার দুপুরে মরদেহ পরিবারের করা হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ