মেসির আর্জেন্টিনা তো বিশ্বকাপে, রোনালদোর পর্তুগালের খবর কী
Published: 27th, March 2025 GMT
চার ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যার অর্থ, হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত না নিয়ে ফেললে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে খেলছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর আগেই নিশ্চিত হয়ে যায় মেসির আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোকে যাচ্ছে।
মেসিদের তো আরেকটি বিশ্বকাপ খেলা নিশ্চিত, ক্রিস্টিয়ানো রোনালদোদের খবর কী? এই সময়ের ফুটবলে মেসির সঙ্গেই এক নিশ্বাসেই উচ্চারিত হয় যাঁর নাম, সেই রোনালদোর পর্তুগাল বিশ্বকাপের দৌড়ে কোন পর্যায়ে আছে, এমন প্রশ্ন করতেই পারেন।
উত্তরটা হলো, রোনালদোদের বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শুরুই হয়নি। রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচটি খেলবে আরও ছয় মাস পর। আগামী সেপ্টেম্বরে শুরু হবে পর্তুগালের গ্রুপের খেলা।
ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এখন ব্যস্ত উয়েফা নেশনস লিগ নিয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে আর দেখা হলো না, বাড়ির কাছে এসে ডুবল নৌকা
৬ দিন আগে ভাইয়ের বাড়িতে (মধ্যনগর গ্রামে) বেড়াতে যান বিউটি চক্রবর্তী (৫০)। তাঁর ছেলে প্রণয় চক্রবর্তী মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেন। তিনিই মাকে নৌকায় তুলে দেন। নৌকায় মাকে তুলে দেওয়ার সময় প্রণয় বলেছিলেন, ‘সাবধানে যাও, আমি ঈদের ছুটিতে বাড়িতে যাবো।’ আর বাড়ি ফেরা হলো না বিউটি চক্রবর্তীর, মায়ের সাথে আর দেখাও হলো না ছেলের। বাড়ির কাছাকাছি এসে নৌকাডুবিতে প্রাণ হারান বিউটি চক্রবর্তী।
শনিবার (২৯ মার্চ) সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধারের কথা পুলিশ জানালেও পরে একজনের জ্ঞান ফেরে।
নিহত ৪ জন হলেন নোয়াপাড়ার বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু কন্যা গঙ্গা সরকার (৫) ও মোহনগঞ্জের হাতনি গ্রামের রুদ্রা সরকার (৬)।
এদিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকারকে (১০) সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিউটি চক্রবর্তী মধ্যনগরে ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জানিয়ে তার স্বামী তাপস চক্রবর্তী বলেন, মধ্যনগরে আমার ছেলে প্রণয় চক্রবর্তী তাকে (বিউটি চক্রবর্তী) নৌকায় তুলে দেয়। রাতে হঠাৎ খবর পাই নৌকাডুবি হয়েছে। তাৎক্ষণিক ছুটে যাই, গিয়ে দেখি সব শেষ। লাশ নিয়ে বাড়ি ফিরেছি, ছেলেও খবর পেয়ে মধ্যনগর থেকে ছুটে এসেছে। রাতেই দাহ সম্পন্ন হয়েছে।
ছেলে প্রণয় চক্রবর্তী বলেন, আমিই মাকে নৌকায় তুলে দিয়েছি। এরপর আর কিছু বলতে পারলেন না প্রণয়। মা হারানোর শোকে কন্ঠরোধ হয়ে যায় তার।
নৌকার যাত্রী লিপটন তালুকদার বলেন, নৌকার মধ্যে আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে ছিলাম। হঠাৎ নৌকার মাঝির এক সহকারী আমাকে বলেন, ‘এই লিপটন তাড়াতাড়ি ওঠ, নৌকা ডুবে যাচ্ছে।’ ওঠে বসতে বসতে নৌকা তলিয়ে যায়। জানালা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে বের হয়ে রক্ষা পেয়েছি।
তিনি আরও বলেন, ৬০-৭০ জন যাত্রী ছাড়াও নৌকার মধ্যে টিন, সিমেন্ট, ধান, কাঠসহ নানা জিনিসপত্র বোঝাই ছিলো।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ট্রলারডুবিতে চারজন মারা গেছেন। এরমধ্যে দুইজন মহিলা ও দুইজন শিশু। একজন গুরতর আহত তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।