ময়মনসিংহে চুরির ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম সাজিদ মিয়া (২৩)। তিনি নগরীর কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের আজাদ মিয়ার ছেলে। 

বুধবার রাত পৌনে ১২টায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শফিকুল ইসলাম খান।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শফিক মিয়ার ছেলে মন্টু মিয়া ও নিহত সাজিদ মিয়া একই এলাকার বাসিন্দা। কিছুদিন আগে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্টু মিয়া সাজিদকে সুপারি কাটার শরতা দিয়ে বুকের মধ্যে আঘাত করে। এতে আহত সাজেদ মিয়াকে প্রতিবেশীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ঘাতক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

বিরামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে একজনকে হত্যার মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ