পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারের কাছ থেকে ইমরান খানের মুক্তির বিষয়ে কোনো ছাড় না পাওয়ায় পিটিআইয়ের পক্ষ থেকে ঈদের তিন দিন কারাগারের সামনে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং পিটিআই খাইবার পাখতুনখাওয়া চ্যাপ্টারের প্রধান জুনায়েদ আকবর এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, দলীয় কর্মীরা ঈদুল ফিতরের তিন দিনই আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করবেন। তিনি আরও বলেন, সরকার যদি প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে সরকারকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং আলোচনায় তার গুরুত্ব প্রদর্শন করতে হবে।

জুনায়েদ আকবর বলেন, ‘বিরোধী জোটে সবকিছু আদর্শ নয়, তবে জোটকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) দলগুলো আমাদের সমর্থন করছে। এখন আমরা সংসদের অংশ নয়, এমন রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছি। আমরা জামায়াতে ইসলামির নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছি এবং আমি আশাবাদী যে পরিস্থিতির উন্নতি হবে।’

জোট গঠন বিষয়ে পিটিআইয়ের এই নেতা আরও বলেন, দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। তবে এ ধরনের ছোটখাটো বাধা জোটের ওপর কোনো প্রভাব ফেলবে না।

জুনায়েদ আকবর বলেন, ‘ঈদুল ফিতরের পর আমরা ইসলামাবাদে বিক্ষোভ করব। কিন্তু এর আগে ঈদের সময় আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ শুরু হবে।’

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্য ছাড় পেতে চেষ্টা চালাচ্ছে পিটিআই। বিশেষ করে জাফর এক্সপ্রেস ঘটনার পর সশস্ত্র বাহিনী কর্তৃক ব্রিফ করা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংসদীয় কমিটির সভায় ইমরানকে যুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ইমরান খানকে কারামুক্ত করতে ব্যর্থ হয়েছে পিটিআই। দলটির নেতারা ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা চালান; কিন্তু সরকার তাতেও অনুমতি দেয়নি। এর আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনাও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে পিটিআই আবার আন্দোলন করে সরকারকে চাপে রাখার পথে হাঁটতে শুরু করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন খ ন প ট আই সরক র

এছাড়াও পড়ুন:

বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে: আসিফ

সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেলেও আসিফ আকবর একজন ক্রিকেটার ও ক্রিকেটপাগল মানুষ। প্রেম-বিয়ে-সংসার তাকে নানা পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছে। ফলে আসিফের আর জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা হয়নি। তার কাছে ক্রিকেট মানেই আকুলতা। আরো একবার স্মৃতিবেদনায় ভাসলেন এই তারকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। তাতে স্মৃতি হাতরে এই গায়ক বলেন, “ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কৈশোরের উচ্ছ্বল সময়টায়। এসএসসি পরীক্ষার সময়ই ঢাকা লীগে অভিষেক হয়ে যেত, বাধা হয়ে দাঁড়াল বোর্ড পরীক্ষা। কুমিল্লার প্লেয়ারদের চিটাগং লীগে খেলতে হলে ঢাকার আগে সেখানে রেজিস্ট্রেশন করতে হতো, তখন সুযোগ এসেছিল বাংলাদেশ বিমানে রেজিস্ট্রেশনের। এভাবে গেল আরো একটি বছর, সফলতার সাথে চিটাগং লীগ খেললাম বার্ডস শিপিং করপোরেশনে। ৯১/৯২ সেশনে এসে আবার খড়গ নেমে এলো এইচএসসি পরীক্ষার, প্রেম করে বিয়ে করে ফেললাম ৯২ সালে।”

ক্রিকেটার আসিফের পরিচয়পত্র

আরো পড়ুন:

ফের একসঙ্গে বালাম-ন্যানসি

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট

পরের ঘটনা বর্ণনা করে আসি আকবর বলেন, “তারপর অনার্স পড়তে গিয়ে ঢাকায় প্রতিষ্ঠার রণে ভঙ্গ দিতেই হলো। একই সাথে হারিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের সুযোগ এবং ইচ্ছেটাও। পড়াশোনা, সংসার, সন্তান আর প্রতিষ্ঠা পাবার সংগ্রামে কেটে গেল আরো বেশ কিছু বছর। দুঃসহ সব সময় পেরিয়ে প্রতিষ্ঠা পেলাম গানে, অথচ এই গানের জায়গাটাতেই আমি সবচেয়ে বেশি দুর্বল।”

৩ দশক আগের ক্রিকেটার আসিফ আকবরের পরিচয়পত্র পাওয়া গেছে। যা দেখে আপ্লুত এই তারকা। আসিফ আকবর বলেন, “দীর্ঘদিন পর ক্রিকেট পাগল বন্ধু আসাফের মাধ‍্যমে খুঁজে পেলাম ক্রিকেটার হিসেবে নিজের রেজিস্ট্রেশন নাম্বার। আসাফ অনেক চেষ্টার পর হোয়াটসঅ‍্যাপে আমাকে ফিরিয়ে দিয়েছে ক্রিকেটার পরিচয়পত্র। কৈশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেলেও এই ছোট্ট পরিচয়পত্রটি আপ্লুত করেছে আমায়, মনে হলো বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে। বাংলাদেশ ক্রিকেটে আমার আইডি নাম্বার— ৩৩৮৯। ভাই বন্ধু আসাফের প্রতি অসীম কৃতজ্ঞতা, ক্রিকেট নিয়ে দীর্ঘ আড্ডায় আমাদের ছবিই তোলা হয়নি।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বের শ্রেষ্ঠ স্বীকৃতি এখন আমার দখলে: আসিফ