চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৪০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নাসিরের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, ইফতারের পর নাসির বাড়ির কাছেই নিজের গরুর খামারে যেতে মোটরসাইকেলে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। 

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, আমার ধারণা, এ হত্যায় এলাকার লোক জড়িত। আমি ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, এখনও হত্যার বিস্তারিত তথ্য জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে কৃষকদলের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. নাছির উদ্দিন (৪৪) নামে একজন কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত নাছির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনার সাথে কারা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রেজাউল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • সীতাকুণ্ডে কৃষকদলের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা