চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৪০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। নাসিরের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, ইফতারের পর নাসির বাড়ির কাছেই নিজের গরুর খামারে যেতে মোটরসাইকেলে বের হন। পথে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। 

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, আমার ধারণা, এ হত্যায় এলাকার লোক জড়িত। আমি ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি বলেন, এখনও হত্যার বিস্তারিত তথ্য জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে স্ত্রীর হাতে কৃষকদল নেতা খুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর হাতে ওবায়দুর রহমান মুন্সী নামের এক কৃষকদল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওবায়দুর রহমান মুন্সীর সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ওবায়দুর রহমান মুন্সীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেন স্ত্রী সাবিনা বেগম।

আরো পড়ুন:

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’’

‘‘জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী সাবিনা বেগম হত্যাকাণ্ডের স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’- যোগ করেন তিনি।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে স্ত্রীর হাতে কৃষকদল নেতা খুন