যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ভোটারদের
Published: 26th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের যেকোনো ভোটারকে অবশ্যই দেশটির নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন। এ ছাড়া নির্বাচনের পরদিন ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনার ক্ষেত্রে রাজ্যগুলোয় বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বলা হয়েছে, এ আদেশ যেসব রাজ্য মেনে চলবে না, তাদের কাছ থেকে ফেডারেল তহবিল প্রত্যাহার করারও চেষ্টা করা হবে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে মার্কিন নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির কাছে তার পরাজয়কে মিথ্যা দাবি করে চলেছেন। ট্রাম্পের দাবি, ২০২০ সালে নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জিতেছিলেন বাইডেন।
ট্রাম্প ও তাঁর রিপাবলিকান মিত্ররা যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটির নাগরিক নন, এমন ব্যাপক ভোট পড়ার ভিত্তিহীন দাবি করে আসছেন। এ ধরনের ভোট অবৈধ। কিন্তু এ ধরনের ঘটনা খুব বেশি ঘটে না।
গত বছর রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি বিল অনুমোদন করেছে, যাতে দেশটির নাগরিক নন এমন ব্যক্তিদের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন নিষিদ্ধ করবে। দেশটিতে এ ধরনের নিবন্ধন অবৈধ। প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হলেও ডেমোক্র্যাট–নিয়ন্ত্রিত সিনেটে সেটি পাস হয়নি। একই লক্ষ্য থেকে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।
ভোটাধিকার নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো বলছে, সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্টের মতো আইন রূপান্তর না হওয়া বিলগুলো ভোটারদের, বিশেষ করে পাসপোর্ট বা অন্যান্য নথি না থাকা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের ভোটারাধিকার থেকে বঞ্চিত করবে।
গত মঙ্গলবার নির্বাহী আদেশে সই করার সময় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমাদের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এই দেশ নির্বাচন, ভুয়া নির্বাচন আর খারাপ নির্বাচনের কারণে এতটাই অসুস্থ। আমরা কোনো না কোনোভাবে এটিকে ঠিক করে ফেলব।’
অবশ্য ট্রাম্পের এ আদেশ আইনি বাধার মুখে পড়বে। পাবলিক সিটিজেন নামের একটি ভোটাধিকার অধিকার সংস্থার কোপ্রেসিডেন্ট লিসা গিলবার্ট বলেন, এটি গণতন্ত্রের ওপর স্পষ্ট আক্রমণ ও একনায়কতান্ত্রিক ক্ষমতা দখল।
সাম্প্রতিক বছরগুলোয় রিপাবলিকানরা ভোটদানের ওপর আরও বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা ডাকযোগে ভোট দেওয়া এবং আগাম ভোটদানের সুযোগকে সমর্থন করে ভোটদানকে আরও সহজ করার চেষ্টা করেছে।
পাবলিক সিটিজেনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৪ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ কোটি ৬০ লাখ লোকের পাসপোর্ট নেই। ব্রেনান সেন্টারের গবেষণায় দেখা গেছে, ৯ শতাংশ মার্কিন নাগরিক, যাঁরা ভোট দেওয়ার যোগ্য, অর্থাৎ ২ কোটি ১৩ লাখ মানুষের নাগরিকত্ব প্রমাণের নথি নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প বল ক
এছাড়াও পড়ুন:
রেডিও বেগম-ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-বাউলার চর-জেনে নিন বিস্তারিত
১.
১৯৭১ সালের পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্যা হিসেবে বাংলাদেশের দাবিকৃত অর্থের পরিমাণ-
ক. ৩.৬০ বিলিয়ন মার্কিন ডলার
খ. ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার
গ. ৫ বিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর: খ. ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার
২.
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু করেছে কবে?
ক. ১৫ এপ্রিল ২০২৫
খ. ২৬ মার্চ ২০২৫
গ. ৯ এপ্রিল ২০২৫
ঘ. ১৮ মার্চ ২০২৫
উত্তর: ক. ১৫ এপ্রিল ২০২৫
৩.
বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে?
ক. বাংলা একাডেমি
খ. জাতীয় গ্রন্থাগার
গ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ঘ. জাতীয় আর্কাইভস
উত্তর: গ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৪. ‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’ অডিও রেকর্ডিংয়ের জন্য সাবেক কোন মার্কিন প্রেসিডেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন?
ক. বিল ক্লিনটন
খ. জর্জ বুশ
গ. বারাক ওবামা
ঘ. জিমি কার্টার
উত্তর: ঘ. জিমি কার্টার
৫.
মিয়ানমারের আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী ‘সিত্তে’র পূর্বনাম-
ক. আকিয়াব
খ. মংডু
গ. মাইঙ্গান
ঘ. শান
উত্তর: ক. আকিয়াব
৬.
১৯৮২ সালে মিয়ানমার সরকার প্রণীত নাগরিকত্ব আইনে কতটি নৃতাত্ত্বিক গোষ্ঠী নাগরিকত্ব লাভ করে-
ক. ১১০টি
খ. ১২২টি
গ. ১৩৫টি
ঘ. ১৫০টি
উত্তর: গ. ১৩৫টি
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫৭.
ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র-
ক. মিসর
খ. তুরস্ক
গ. লেবানন
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: খ. তুরস্ক
৮.
কত সালে বাংলাদেশের নতুন ই-পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল?
ক. ২০২২ সালে
খ. ২০২১ সালে
গ. ২০২০ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: গ. ২০২০ সালে
৯.
দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র উদ্বোধন করা হয়েছে-
ক. রাজশাহীতে
খ. সিরাজগঞ্জে
গ. চাঁদপুরে
ঘ. বরগুনায়
উত্তর: ক. রাজশাহীতে
১০.
বিশ্বের সর্বোচ্চ মুক্ত-স্থায়ী (কোন পর্বতমালার অংশ নয়) পর্বত কোনটি?
ক. মাউন্ট ফুজি
খ. মাউন্ট কিয়া
গ. মাউন্ট এভারেস্ট
ঘ. মাউন্ট কিলিমাঞ্জারো
উত্তর : ঘ. মাউন্ট কিলিমাঞ্জারো
১১.
সর্বশেষ কত সালে অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল?
ক. ২০০২ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৬২ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তর: ঘ. ১৯০০ সালে (দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট)
১২.
সম্প্রতি দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার?
ক. ৮টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১৪টি
উত্তর: খ. ১০টি
১৩.
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ বাংলাদেশের কয়টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে?
ক. ২৮টি
খ. ৩৫টি
গ. ৩৯টি
ঘ. ৪৩টি
উত্তর: ক. ২৮টি
১৪.
ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া চালু হয়েছিল কত সালে?
ক. ২০১৩ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০০৯ সালে
ঘ. ২০২০ সালে
উত্তর: ঘ. ২০২০ সালে
আরও পড়ুনচট্টগ্রাম সিটি করপোরেশনে বড় নিয়োগ, পদ ১২৩০৯ এপ্রিল ২০২৫১৫.
‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় কত সালে?
ক. ২০১৪ সালে
খ. ২০১৬ সালে
গ. ২০১৮ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তর : খ. ২০১৬ সালে
১৬.
২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
ক. প্যারিস, ফ্রান্সে
খ. মিলান, ইতালিতে
গ. দোহা, কাতারে
ঘ. জেদ্দা, সৌদি আরবে
উত্তর: গ. দোহা, কাতারে
১৭.
টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস কোন ক্যাটাগরিতে স্থান লাভ করেছেন?
ক. আইকন
খ. পাইওনিয়ার
গ. টাইটান
ঘ. লিডার
উত্তর: ঘ. লিডার
১৮.
‘বাউলার চর’ কোন দ্বীপের পূর্বনাম?
ক. নিঝুম দ্বীপ
খ. শাহপরীর দ্বীপ
গ. সোনাদিয়া
ঘ. সন্দীপ
উত্তর: ক. নিঝুম দ্বীপ
১৯.
পর্যায় সারণির মোট কয়টি মৌল বিরল মৃত্তিকা মৌলের অন্তর্ভুক্ত?
ক. ১৩টি
খ. ১৭টি
গ. ২২টি
ঘ. ২৫টি
উত্তর: খ. ১৭টি
২০.
‘রেডিও বেগম’ কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচারমাধ্যম?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: গ. আফগানিস্তান