স্বাধীনতার প্রহরে গর্জে উঠেছিল লক্ষ প্রাণ

অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা,
বাংলার বুকের গভীরে লুকানো আশা-
পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা আনা,
সেদিন মুক্তির জন্য জেগেছিল প্রতিটি ঘর।

ভাষা, সংস্কৃতি, সব কিছুর স্বাধীনতা অর্জনে- অত্যাচারের বিরুদ্ধে ছিল বাংলার জনতা,
সারাদেশে ছড়িয়ে পড়ে মুক্তির বার্তা-
"আমরা হব স্বাধীন" এ আমাদের অঙ্গীকার।

বিজয়ের চেতনায়, সাহসী স্বরে-
বাংলার মাটি-হাওয়ায় বাজছে বিজয়ের সুর,
আমরা স্বাধীন হব পরাধীনতার শিকল ভেঙ্গে।

জনতা, গেরিলাযোদ্ধা, শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাঁরা-
মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন বিসর্জন,
তাঁরা বাংলার সূর্য সন্তান, স্মরণ করি মোরা শ্রদ্ধার সাথে- তাঁরা বাংলার বীর যোদ্ধা, রচনা করেছেন মুক্তির বার্তা, এনে দিয়েছেন বাংলার স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।

লক্ষ শহীদের মহান আত্মত্যাগ ও সাগরসম রক্তের বিনিময়ে, পেয়েছি মোরা সার্বভৌমত্বের স্বাধীনতা।
২৬শে মার্চ- মোদের গর্ব, মুক্তির গান, মুক্তির দিন, 
ইতিহাসে লেখা- "এক নতুন সূর্যোদয়ের সকাল।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ব ধ নত

এছাড়াও পড়ুন:

ও লেভেল-এ লেভেলসহ বিভিন্ন পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা 

শিক্ষার্থীদের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফি পাঠাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী এসব পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে আদান প্রদান করতে পারবে।

সোমবার (২১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ও লেভেল, এ লেভেল, টোফেল, এসএটি প্রভৃতি স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার জন্য বাংলাদেশে অনুমোদিত কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।তবে এই সুবিধা নিতে হলে পরীক্ষা কেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার অনুমোদিত হতে হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রক্রিয়ার আগে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ব্যাংকগুলোকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা সংগ্রহ করতে হবে।

আগে ব্যাংকগুলোকে এ ধরনের রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। নতুন নির্দেশনার ফলে এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। এছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফি-ও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।

আরো পড়ুন:

এসএসসি ও সমমান
পাস-ফেল দূরের কথা, যে স্কুলের কেউ পরীক্ষাই দিচ্ছে না

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত নিবন্ধ