কিশোরীকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
Published: 26th, March 2025 GMT
পাবনার সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার আছাব আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে কিশোরীর বাবা থানায় মামলা করেন।
মামলা থেকে জানা গেছে, ২ জানুয়ারি ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে আছাব আলী (৭০) ওই কিশোরীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ না করতে ভয়ভীতি দেখায়। কিছুদিন পর সে অন্তঃসত্ত্বা হলে পরিবারকে বিষয়টি খুলে বলে।
১৬ মার্চ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার পাবনায় নিয়ে পরীক্ষার জানা যায় সে অন্তঃসত্ত্বা। এরপর তার বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করলে আছাব আলীকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আসামিকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের
সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার।
এদিকে ঘটনাস্থল দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে পারেনি পুলিশ। জামালগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া নৌ পুলিশও ঘটনাস্থলে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার বলেন, মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাট ছিল। সেখানে কেনাকাটা শেষে নৌকায় ফিরছিলেন ৫০-৬০ যাত্রী। তাতে মালামালও ছিল। নৌকাটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও নারী-শিশুসহ পাঁচজন ডুবে মারা যান। তাদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নোয়াপাড়া’র বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের ছেলে গঙ্গা সরকার (৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, নৌকাডুবিতে চারজন মারা গেছেন। সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছি।