দিয়েগো সিমিওনে এমনিতেই আবেগপ্রবণ। তাঁর কোচিংয়ে আতলেতিকো মাদ্রিদ যেমনই খেলুক, মাঠেই প্রতিক্রিয়া দেখান। মাঝেমধ্যে সংবাদ সম্মেলনে সেটার মাত্রা আরও বেড়ে যায়। অতি আবেগে কেঁদেও ফেলেন।

সিমিওনে ওই গোলটা দেখার পর আজও হয়তো কেঁদেছেন। সেই কান্না নিশ্চয় আনন্দের, গর্বের। কোন গোলের কথা বলা হচ্ছে, বুঝতেই পারছেন!

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ব্রাজিলকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ গোলে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ম্যাচের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় গোল কোনটি—সবাই জুলিয়ানো সিমিওনের নামই বলবেন।

হ্যাঁ, দিয়েগো সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে আজ আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোল পেয়েছেন।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচের নায়ক থিয়াগো আলমাদার বদলি নামেন জুলিয়ানো। ৬৮ মিনিটে নেমে ৭১ মিনিটেই সেই গোল। নিকোলাস তালিয়াফিকোর পাস থেকে বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়েছিলেন জুলিয়ানো। কিন্তু দুরূহ কোণ থেকে বল জালে জড়ানো মোটেও সহজ ছিল না। জুলিয়ানো কঠিন কাজটিই করেছেন নিখুঁতভাবে।

আরও পড়ুনকেমন খেলল আর্জেন্টিনা, কেমন ‘ছেলেখেলা’র শিকার হলো ব্রাজিল১১ ঘণ্টা আগে

২২ বছর বয়সী জুলিয়ানোর গোলে এই শতাব্দীতে নতুন এক কীর্তিও গড়ে সিমিওনে পরিবার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক পরিবারের কমপক্ষে তিন সদস্য আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল করলেন। প্রথমবার এমনটা ঘটেছিল বিংশ শতাব্দীর প্রথম দশকে। বিখ্যাত ব্রাউন পরিবারের চার ভাই আলফ্রেদো, এর্নেস্তো, এলিসিও ও হোর্হে ওই সময়ের মধ্যে আলবিসেলেস্তে জার্সিতে গোল করেছিলেন।

তবে একটা জায়গায় সিমিওনে পরিবার অনন্য কীর্তি গড়ে ফেলেছে। আরও স্পষ্ট করে বললে, বংশপরম্পরায় রেকর্ডটা অটুট রেখেছে। আর্জেন্টিনার জার্সিতে সিমিওনেরা গোল করেছেন, এমন কোনো ম্যাচে হারেনি আর্জেন্টিনা!

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন জিওভানি সিমিওনে (ডানে).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন পর ব র গ ল কর

এছাড়াও পড়ুন:

ভিভ রিচার্ডস–সোবার্সের মতোই ফিরবেন বাবর

এখনো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ রান (৩৫০৫) বাবর আজমের। ২০১৭–২০২২ পর্যন্ত করাচি কিংসের হয়ে খেলেছেন তিনি। তাদের হয়ে দুই হাজারের বেশি রান করেছেন। কিন্তু এবার পেশোয়ার জালমির জার্সিতে যাত্রাটা সুখকর হয়নি বাবরের।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি (০ ও ১)। শুধু পিএসএলই নয়, জাতীয় দলের হয়েও বছরটা খুব একটা ভালো যাচ্ছে না। টি–টোয়েন্টি না খেললেও ৮ ওয়ানডেতে করেছেন মোটে ২৭৮ রান।

এমন ফর্মহীনতার কারণে প্রায়ই নিন্দুকের সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন বাবর। এই দুঃসময়ে করাচি কিংসের মালিক সালমান ইকবাল তাঁর হয়েই ব্যাট ধরলেন। পাশাপাশি এ–ও জানিয়ে রাখলেন, বাবর ছন্দে ফিরলে কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স এবং স্যার ভিভ রিচার্ডসের মতোই ২২ গজে রানের আলো ছড়াবেন। শুধু তা–ই নয়, সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও তখন ছাড়িয়ে যাবেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের এআরওয়াই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে করাচি কিংসের মালিক সালমান বলেন, ‘আমি আপনাদের বলে রাখলাম, আমার কথাগুলো প্রয়োজনে লিখে রাখুন, যখন বাবর আবার ফর্মে ফিরবে, তখন সে বিশ্বের যেকোনো খেলোয়াড়ের চেয়ে ভয়ংকর হবে, এমনকি বিরাট কোহলির চেয়েও। তাঁর সঙ্গে তখন স্যার গ্যারি সোবার্স এবং স্যার ভিভ রিচার্ডসের মতো মহাতারকাদের মিল পাবেন।’

আরও পড়ুনএবার ‘মাঠে’ নেমে গেলেন বাবর আজমের বাবা০৬ মার্চ ২০২৫

যেকোনো ব্যাটসম্যানেরই নিজস্ব একটা খেলার ধরন থাকে, নিজস্ব কিছু গুণও থাকে। সেই ব্যাটসম্যান ফর্মে না থাকলেও তাঁর প্রতিভা হারিয়ে যায় না। বাবর প্রসঙ্গে যেমনটা বলেছেন করাচি কিংসের এই মালিক, ‘বাবরের মধ্যে আলাদা একটা গুণ আছে। যখন কেউ এমন প্রতিভাবান হয়…তখন সেটা স্থায়ীভাবেই তাঁর সঙ্গে থাকে। আপনি চাইলেও সেই গুণ, সেই দক্ষতাটা পরিবর্তন করতে পারবেন না। খেলার ধরনটা সব সময়ই একজন খেলোয়াড়ের চিরস্থায়ী বিষয়। সে (বাবর) ফিরে আসবেই…ফিরে আসবে চেনা ছন্দে।’

২০১৬ সাল থেকে পিএসএলে খেলছেন বাবর। শুরুটা হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডে দিয়ে। এরপর করাচি কিংস হয়ে এবার খেলছেন পেশোয়ারে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে ৩ হাজার ৫০৫ রান করেছেন বাবর। যেখানে সর্বোচ্চ ১১৫। সেঞ্চুরি দুটি আর ফিফটি ৩৩টি।

আরও পড়ুনছন্দহীন বাবর আজমও রেকর্ড ছুঁতে পারেন১৫ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ