ফতুল্লায় আ.লীগের সাবেক চেয়ারম্যান ও একাধিক ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি জাকির ওরফে ঘি জাকিরের অনুমোদনহীন প্রতিষ্ঠান আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানা চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেসিনারিজের ব্যাপক ক্ষতসাধন হয়।

কারখানাটির অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ অনুমোদন আছে, আমরা রিনিউ করার প্রক্রিয়ায় আছি।  

এদিকে কারখানাটিতে বিপুল পরিমান গ্যাস ও বিদ্যুৎ চুরির অভিযোগ আছে।

 নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.

শাহজাহান জানান, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এখন ডামিং এ কাজ চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় কারখানাটির ম্যানেজার থানার সাধারণ ডায়েরি করেছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে নৌকাডুবিতে প্রাণ গেল পাঁচজনের

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার।

এদিকে ঘটনাস্থল দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে পারেনি পুলিশ। জামালগঞ্জ থানার ওসি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এছাড়া নৌ পুলিশও ঘটনাস্থলে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার বলেন, মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাট ছিল। সেখানে কেনাকাটা শেষে নৌকায় ফিরছিলেন ৫০-৬০ যাত্রী। তাতে মালামালও ছিল। নৌকাটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে পাড়ে উঠলেও নারী-শিশুসহ পাঁচজন ডুবে মারা যান। তাদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নোয়াপাড়া’র বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের ছেলে গঙ্গা সরকার (৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে জানান, নৌকাডুবিতে চারজন মারা গেছেন। সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছি।

সম্পর্কিত নিবন্ধ