মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।

‎‎বুধবার (২৬ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কুরআন তেলোয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এরপরে শহীদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‎‎স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড.

মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যারা এক নদী রক্ত, লক্ষ প্রাণের বিনিময় ও তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দিয়েছে লাল সবুজের একটি স্বাধীন বাংলাদেশ।

যে দেশ না হলে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দেওয়ার সৌভাগ্য আমাদের হতো না, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‎‎তিনি আরও বলেন, আপনারা ১৯৭১ সালে দেশ প্রেমের জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছিলেন, আমরা চাই আগামী প্রজন্ম যেন সেই দেশ প্রেম ধারণ করতে পারে।

আমরা বিশ্বাস করি এইদেশ আপনাদের দেওয়া উপহার, আমরা সেই উপহারকে কাঁধে নিয়ে এইদেশকে উন্নত করার চেষ্টা করছি।

‎‎সিনিয়র সহকারি কমিশনার জেলার ফারা ফাতেহা তাকমিলার সঞ্চলনায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর হোসেন মোল্লা, আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরী সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টসে শ্রমিক-যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার পরিকল্পনাকারী মূল হোতা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৯ এপ্রিল দুপুরে রূপগঞ্জের আওখাব এলাকার রবিনটেক্স নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সেখানে শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার কথা বললে শ্রমিকরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। 

এতে ১০-১৫জন যৌথ বাহিনীর সদস্য আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ভাষ্যমতে ও  গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্রে পাওয়া যায় রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের বিশৃঙ্খলা করার ইন্ধন দেন কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি সেলিম মাহমুদ নামের এক শ্রমিক নেতা। 

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বালুর মাঠ থেকে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার
  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
  • শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ত্বকী হত্যা মামলা: আজমেরী ওসমানের গাড়িচালককে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী পুত্রের পিএস ও একাধিক মামলার পলাতক আসামি হিরা গ্রেফতার
  • ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার