সিদ্ধিরগঞ্জ থানা পূর্ব ৬ নং ওয়ার্ড জামায়াতের ঈদ উপহার সামগ্রী বিতরণ
Published: 26th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা পূর্ব ৬ নং ওয়ার্ড আদমজী জামে মসজিদ এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ২৬ মার্চ বুধবার দুপুরে ৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী উপহারকালে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন দেশে যদি ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা হতো। তাহলে সঠিক ভাবে যাকাত অর্থ আদায় করে সুষমবন্টন করলে দেশে আর গরীব মানুষ খুঁজে পাওয়া যেতো না।
এসময় ৬ নং ওয়ার্ড দক্ষিন জামায়াতের সভাপতি মো জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে আলমগীর হোসেনের সঞ্চালনায় দুই শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার শেখ, সমাজ সেবক ও ব্যবসায়ী আমান প্রধান, শ্রমিক কল্যাণ পূর্ব থানা সেক্রেটারি ওবাইদুল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্বর, সমাজ সেবক ব্যবসায়ী ও নতুন বাজার ইউনিট সভাপতি মো ইসমাইল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ঈদ ব যবস য় উপহ র
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ গুম ও খুনের সরকার কায়েম করেছিল: সানজিদা ইসলাম
জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’–এর সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একটি গুম ও খুনের সরকার কায়েম করেছিল। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গুমের শিকার ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আদনান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ স্মারণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানজিদা ইসলাম বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করেন ফ্যাসিস্ট হাসিনা। রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে বারবার অবৈধভাবে ক্ষমতার মসনদে আসীন হন শেখ হাসিনা। জনগণের ভোট ছাড়াই ক্ষমতা দখল করে জনকল্যাণমুখী কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করেনি তাঁর সরকার।
ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান বলেন, ‘গত ১৫ বছরে তেজগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীরা সবচেয়ে বেশি গুম ও খুনের শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গত ১৫ বছরে এক দিনও ঘরে ঘুমাতে পারিনি। জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ। বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ের ডাকের আফরোজা ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদ্য কারামুক্ত নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।