বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে করা হলো শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ
Published: 26th, March 2025 GMT
রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ ১৪টি স্থাপনার নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ নাম দিয়েছে তারা।
গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশুপার্ক কলাবাগান শিশুপার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশুপার্ক যাত্রাবাড়ী শিশুপার্ক হিসেবে নাম হবে।
এ ছাড়া মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটরিয়াম নগরভবন অডিটরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে এবং মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলো পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম জ ক অন ষ ঠ ন ক ন দ র মসজ দ
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ গুম ও খুনের সরকার কায়েম করেছিল: সানজিদা ইসলাম
জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’–এর সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে একটি গুম ও খুনের সরকার কায়েম করেছিল। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গুমের শিকার ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আদনান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ স্মারণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানজিদা ইসলাম বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে মানুষের ভোটাধিকার হরণ করেন ফ্যাসিস্ট হাসিনা। রাতের আঁধারে ভোট চুরির মাধ্যমে বারবার অবৈধভাবে ক্ষমতার মসনদে আসীন হন শেখ হাসিনা। জনগণের ভোট ছাড়াই ক্ষমতা দখল করে জনকল্যাণমুখী কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করেনি তাঁর সরকার।
ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান বলেন, ‘গত ১৫ বছরে তেজগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীরা সবচেয়ে বেশি গুম ও খুনের শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও গত ১৫ বছরে এক দিনও ঘরে ঘুমাতে পারিনি। জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ। বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ের ডাকের আফরোজা ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদ্য কারামুক্ত নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।