সাল ১৯৬৪। প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতির এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। সিবিএফের উদ্‌যাপনকে মাটি করে তাসা দোস নাসোয়েস বা ছোট বিশ্বকাপ নামের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা।

৬১ বছর পর সেই টুর্নামেন্টের প্রসঙ্গ হঠাৎ করেই আসেনি। বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতেই নতুন করে আলো পড়েছে তাসা দোস নাসোয়েসের ওপর। এবারের আগে সেই টুর্নামেন্টেই যে ব্রাজিলের বিপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

৬১ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হারালেও মাঝে আরও একবার ব্রাজিলের জালে ৪ গোল দিয়েছিল আর্জেন্টিনা। সেটি ২০১২ সালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রীতিমতো গোল-উৎসবই হয়েছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল ৪-৩ গোলে।

ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার জালে ৪ গোল দিয়েছে ২০০৫ সালে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে কনফেডারেশন কাপের ফাইনালে প্রতিবেশীদের ৪-১ গোলে হারিয়েই শিরোপা-উৎসব করেছিল ব্রাজিল।

২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

সাদা বলেও স্টোকসকে অধিনায়ক করতে ইংল্যান্ডকে ‘অপ্রথাগত’ পরামর্শ মরগানের

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হবেন, এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্ভাবনার বিচারে অবশ্য এগিয়ে হ্যারি ব্রুক। তবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এউইন মরগান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) একটু অপ্রথাগত পরামর্শ দিয়েছেন। মরগানের পরামর্শ, টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক করার। তবে স্টোকসকে শুধু বড় কোনো টুর্নামেন্টেই অধিনায়কের দায়িত্ব দিয়ে অগুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সিরিজগুলোতে স্টোকসের ‘সহকারী’কে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন মরগান।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম রাউন্ড থেকেই ইংল্যান্ডের বিদায়ের পর পদত্যাগ করেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগানের পরামর্শ, স্টোকসকে মূল অধিনায়ক করে তাঁর সহকারীকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার।

বেন (স্টোকস) আসা–যাওয়ার মধ্যে থাকবে। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে, সেখানে অধিনায়কত্ব করবে, এরপর বাইরে চলে যাবে। এরপর আরেকটি বড় টুর্নামেন্ট না আসা পর্যন্ত শুধু টেস্ট ক্রিকেট নিয়েই ভাববে।এউইন মরগান, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ইসিবির ছেলেদের ক্রিকেট ডিরেক্টর রব কি এ মাসের শুরুর দিকে স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা করার কথা বলেছিলেন। কি বলেছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে স্টোকসকে বিবেচনা না করাটা ‘মূর্খতা’ হবে। ৩৩ বছর বয়সী স্টোকস ২০২২ সাল থেকেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরে আর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলেননি স্টোকস।

হ্যারি ব্রুকের সম্ভাবনা আছে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার

সম্পর্কিত নিবন্ধ