রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন আসার আগে রেলক্রসিংয়ে ব্যারিকেড ফেলা হয়েছিল। কিন্তু মোটরসাইকেল আরোহী দুজন ব্যারিকেডের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেন এসে মোটরসাইকেলটিকে কিছুদূর নিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়েন। মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ব্যারিকেড ফেলা হয়। কিন্তু মোটরসাইকেলটি ব্যারিকেডের নিচ দিয়ে ঢুকে পড়ে। তখন ট্রেন চলে এলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

ওসি জিয়াউর রহমান আরও বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘গীতি আলাপন’–এ শিল্পীদের সঙ্গে গাইবেন গীতিকার-সুরকারেরা

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি হয়েছে বিশেষ গানের অনুষ্ঠান। ব্যতিক্রমী এই গানের অনুষ্ঠানে গীতিকার-সুরকারেরা গাইবেন দ্বৈতকণ্ঠে গান। এসব গানে তাঁদের সহশিল্পী থাকবেন প্রতিষ্ঠিত শিল্পীরা। ঈদের বিশেষ ‘গীতি আলাপন’ শিরোনামের এ অনুষ্ঠানের পরিকল্পনা, নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন আদনান বাবু।

‘গীতি আলাপন’–এ আদনান বাবু, মিল্টন খন্দকার ও আলম আরা মিনু

সম্পর্কিত নিবন্ধ