মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামের এক বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৬ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ বাবু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেমুছড়ি বিওপির সীমান্ত ৪৯ পিলারের শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাইন বিস্ফোরণে বাবুর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মাসরুরুল হক বলেন, ‘‘মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে জেনে বিস্তারিত জানাতে পারব।’’

ঢাকা/চাই মং/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘গীতি আলাপন’–এ শিল্পীদের সঙ্গে গাইবেন গীতিকার-সুরকারেরা

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি হয়েছে বিশেষ গানের অনুষ্ঠান। ব্যতিক্রমী এই গানের অনুষ্ঠানে গীতিকার-সুরকারেরা গাইবেন দ্বৈতকণ্ঠে গান। এসব গানে তাঁদের সহশিল্পী থাকবেন প্রতিষ্ঠিত শিল্পীরা। ঈদের বিশেষ ‘গীতি আলাপন’ শিরোনামের এ অনুষ্ঠানের পরিকল্পনা, নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন আদনান বাবু।

‘গীতি আলাপন’–এ আদনান বাবু, মিল্টন খন্দকার ও আলম আরা মিনু

সম্পর্কিত নিবন্ধ