নববর্ষের শোভাযাত্রায় থাকবে না আবু সাঈদের ভাস্কর্য
Published: 26th, March 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের শোভাযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ভাস্কর্য না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ (তারা এটাকে ভাস্কর্য বলছেন না) নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয়ে প্রাথমিকভাবে কেউ কেউ চিন্তা করেছিলেন।”
আরো পড়ুন:
বেতন-ভাতা নিয়ে হয়রানি বন্ধের দাবি ঢাবি ইসলামী ছাত্র আন্দোলনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত
তিনি আরো বলেন, “যেহেতু আবু সাঈদের পরিবার চাচ্ছে না, তাই এ বিষয়ে অনেকের চিন্তা থাকলেও সেখান থেকে সরে আসা হয়েছে।”
এর আগে, গত সোমবার (২৪ মার্চ) বলা হয়েছিল, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরো থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য।
এ ভাস্কর্য নির্মাণ নিয়ে আবু সাঈদের পরিবার ও বিশ্ববিদ্যালয় থেকে তীব্র সমালোচনা করা হয়। সমালোচনা করেন তার সহযোদ্ধারাও।
জাহিদ হাসান জয় বলেন, “পরিবারের নিষেধ থাকার পরও তার ভাস্কর্য বানানো গর্হিত কাজ। এ কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ঢাকা/সাজ্জাদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ভ স কর য স ঈদ র
এছাড়াও পড়ুন:
বৈশাখী মেলা আয়োজন করবে জবি প্রশাসন
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। যেখানে শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ক্যাম্পাসে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যাক স্টল বরাদ্দ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বাইরের আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী আবেদনকারীদের আগামী ৭ এপ্রিল থেকে রেজিস্ট্রার অফিস থেকে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে এবং আগামী ১০ এপ্রিলের মধ্যে পূরণ করে জমা দিতে হবে। শিক্ষার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/লিমন/মেহেদী