সুদানের সেনাবাহিনী খার্তুম বিমানবন্দর ঘিরে রেখেছে। তারা রাজধানীর শেষ অবস্থান থেকে তাদের প্রতিদ্বন্দ্বী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে হটিয়ে দেওয়ার জন্য লড়াই করছে। বুধবার দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
 
শুক্রবার যুদ্ধের পর সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে। দুই বছরের সংঘাতের পর এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকী অগ্রগতি, যা বিশাল দেশটিকে প্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ অঞ্চলে বিভক্ত করে দিচ্ছে।

বুধবার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানীর দক্ষিণে তিবা আল-হাসানাব ক্যাম্পের নিয়ন্ত্রণ অর্জন করেছে। এটিকে তারা মধ্য সুদানে আরএসএফের শেষ ঘাঁটি এবং খার্তুম রাজ্যে শেষ শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেছে।

সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিমানবন্দর এবং আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরএসএফ দক্ষিণ খার্তুমে তাদের সেনাদের জড়ো করেছিল।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানী খার্তুমকে ‘স্বাধীন’ ঘোষণা সুদানের সেনাপ্রধানের

সুদানের রাজধানী খার্তুমকে ‘স্বাধীন’ ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান। গতকাল বুধবার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এই ঘোষণা দেন। খার্তুম প্রায় দুই বছর আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলে ছিল।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানই এখন উত্তর আফ্রিকার দেশটির প্রকৃত ক্ষমতাধর (ডি ফ্যাক্টো) নেতা। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘খার্তুম এখন মুক্ত। আমাদের কাজ সম্পন্ন।’ কেন্দ্রীয় খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদসহ নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইনস্টিটিউট পুনরায় নিয়ন্ত্রণে নিতে সম্প্রতি অভিযান শুরু করেছিল বুরহানের বাহিনী।

গতকাল দুই বছর পর খার্তুমে প্রথম সফরে বুরহানকে কামানের আঘাতে জর্জরিত প্রেসিডেন্ট প্রাসাদে হেঁটে যেতে দেখা যায়। তিনি সামরিক পোশাক পরা ছিলেন। তাঁর সঙ্গে নানা পর্যায়ের সেনা কর্মকর্তা ও সেনাসদস্য ছিলেন। সেনাসদস্যদের ‘আল্লাহ মহান’ বলে স্লোগান দিতে দেখা যায়।

২০২৩ সালের এপ্রিলে সেনাপ্রধান বুরহান এবং তাঁর সাবেক ডেপুটি ও আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেতির মধ্যে সংঘাত শুরু হয়। আরএসএফ দ্রুত রাজধানী দখলে নেয়। ফলে বুরহানের অনুগত কর্তৃপক্ষের কর্মকর্তারা লোহিত সাগরের তীরবর্তী শহর পোর্ট সুদানে পালিয়ে যান।

রাজধানীর নিয়ন্ত্রণ হারানো আরএসএফের জন্য বড় ধাক্কা। তবে বিশ্লেষকেরা মনে করেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। গতকালই দেশের দক্ষিণ থেকে নতুন বিদ্রোহী জোটের ঘোষণা দিয়েছে আরএসএফ।

আরও পড়ুনদুই বছর পর প্রেসিডেন্ট প্রাসাদের আবার নিয়ন্ত্রণ নিল সুদানের সেনাবাহিনী২২ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানী খার্তুমকে ‘স্বাধীন’ ঘোষণা সুদানের সেনাপ্রধানের