সুদানের সেনাবাহিনী খার্তুম বিমানবন্দর ঘিরে রেখেছে। তারা রাজধানীর শেষ অবস্থান থেকে তাদের প্রতিদ্বন্দ্বী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে হটিয়ে দেওয়ার জন্য লড়াই করছে। বুধবার দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
 
শুক্রবার যুদ্ধের পর সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে। দুই বছরের সংঘাতের পর এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকী অগ্রগতি, যা বিশাল দেশটিকে প্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ অঞ্চলে বিভক্ত করে দিচ্ছে।

বুধবার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানীর দক্ষিণে তিবা আল-হাসানাব ক্যাম্পের নিয়ন্ত্রণ অর্জন করেছে। এটিকে তারা মধ্য সুদানে আরএসএফের শেষ ঘাঁটি এবং খার্তুম রাজ্যে শেষ শক্ত ঘাঁটি হিসেবে বর্ণনা করেছে।

সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিমানবন্দর এবং আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরএসএফ দক্ষিণ খার্তুমে তাদের সেনাদের জড়ো করেছিল।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করেছে আধা সামরিক বাহিনী আরএসএফ

সুদানে সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আফ্রিকার দেশটিতে প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে, সামরিক বাহিনীর সঙ্গে আরএসএফের ওই লড়াই সেখানে চরম মানবিক সংকট তৈরি করেছে।

প্রতিদ্বন্দ্বী সরকার গঠনের ঘোষণার পর আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো বলেছেন, কেবল তাঁরাই সুদানের জন্য একটি বাস্তবসম্মত ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবেন। মোহাম্মদ হামদান দাগালো সবার কাছে জেনারেল হেমেদতি নামে পরিচিত।

সুদানে গৃহযুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে গতকাল মঙ্গলবার উচ্চপর্যায়ের একটি সম্মেলন হয়েছে। সেখানে সুদানে লড়াইরত সব পক্ষকে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। জেনারেল হেমেদতি বলেছেন, আরএসএফ এমন একটি দেশ নির্মাণ করছে, যেখানে কোনো ব্যক্তির শাসন নয়; বরং আইনের শাসন থাকবে।

আরও পড়ুনদুই বছর পর প্রেসিডেন্ট প্রাসাদের আবার নিয়ন্ত্রণ নিল সুদানের সেনাবাহিনী২২ মার্চ ২০২৫

টেলিগ্রামে এক বিবৃতিতে হেমেদতি আরও বলেন, ‘আমরা ঐক্য চাই, আধিপত্য নয়। সুদানি সত্তার ওপর কোনো জাতি, অঞ্চল বা ধর্মের একক আধিপত্যে আমরা বিশ্বাস করি না।’

হেমেদতি বলেন, তাঁর সরকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবা দেবে এবং সেটা শুধু তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকার মানুষের জন্য নয়; বরং পুরো দেশের মানুষের জন্য।

সুদানে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও আরএসএফ উভয়ের বিরুদ্ধে গণহত্যা এবং ব্যাপকভাবে যৌন নিপীড়ন চালানোর মতো যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।

আরও পড়ুনসুদানে জেনারেলদের এই যুদ্ধে কেউ কি জয়ী হবে?৩০ এপ্রিল ২০২৩

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে একসময়ে তাঁর সহকারী আরএসএফের প্রধান জেনারেল হেমেদতির ক্ষমতার দ্বন্দ্বে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। দুই বছরে যুদ্ধে দেড় লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন ১ কোটি ২০ লাখের বেশি মানুষ।

আরও পড়ুনদুই জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে রক্তাক্ত সুদান২৪ এপ্রিল ২০২৩

সম্পর্কিত নিবন্ধ

  • সুদানে প্রতিদ্বন্দ্বী সরকার ঘোষণা করেছে আধা সামরিক বাহিনী আরএসএফ