৫৫তম মহান স্বাধীনতা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের উদ্যোগে বুধবার ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। ইফতার বিতরণে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নেওয়া।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সব শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাবি ছাত্রদলের সদস্য ইউসুফ ভুঁইয়া নীরব, রাকিব হাসান, জসিম উদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো.

আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হল ছাত্রনেতা ইমতিয়াজ রনি, শাহরিয়ার ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রনেতা জুবায়ের হোসেন, নূর মোহাম্মদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রনেতা কেএস জুনায়েদ, ঢাকা মহানগরের উত্তরের শান্ত রহমান, মহানগর পূর্বের রবিউল ইসলাম, মহানগর পশ্চিমের মামুন খান, ঢাকা কলেজের মিয়ারাজ, সাউথইস্ট ইউনিভার্সিটি মো.সিয়াজ মুন্সীসহ অনেকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ইফত র ব তরণ ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

‘প্রতিবারই হানিফ ভাইয়ের কাছে কিছু না কিছু শিখছি’

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি প্রতি ঈদে নাটকও বানিয়ে থাকেন হানিফ সংকেত। এসব নাটকের বিষয়বস্তু নির্বাচনে নতুনত্ব রাখার একটা ব্যাপার রাখেন তিনি। সমাজের নানা অসংগতি তুলে ধরার চেষ্টা করেন। এবারের ঈদেও ‘ইত্যাদি’র পাশাপাশি নাটক বানিয়েছেন হানিফ সংকেত। ‘ঘরের কথা ঘরেই থাক’ শিরোনামের এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এই নাটকে অভিনয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো হানিফ সংকেতের পরিচালনায় কাজের অভিজ্ঞতা হলো ইরফান সাজ্জাদের।

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকে ইরফান সাজ্জাদ ও সামিরা খান মাহিকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন হানিফ সংকেত

সম্পর্কিত নিবন্ধ