নতুন পোশাকে ঈদ আনন্দে মাতলো অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু
Published: 26th, March 2025 GMT
ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বুধবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলবাজারে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন 'পিস ফর পিপল ফাউন্ডেশন'।
সংগঠনটির ঈদ পোশাক বিতরণ কর্মসূচি 'আনন্দ ঝিলিক-১' এর আওতায় সিদ্ধিরগঞ্জ বাজার ও মিজমিজি এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা এবং ছেলেদের শার্ট-গেঞ্জি-প্যান্ট দেয়া হয়।
পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এসময় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন।
অতীতের মত ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাবে পিস ফর পিপল ফাউন্ডেশন।
আয়োজনে পিস ফর পিপলের প্রেসিডেন্ট মো.
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ প শ ক ব তরণ সদস য
এছাড়াও পড়ুন:
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন
পাবনার বেড়া পৌর এলাকায় ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও শিশুটির স্বজনদের ভাষ্য, আজ বিকেলে ভ্যানচালক গোলজার হোসেনের (৪৮) বাড়িতে কেউ ছিল না। এ সময় তিনি মেয়েটিকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকলে বিষয়টি জানাজানি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির লোকজন শিশুটিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পেয়েছি। শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।’
স্থানীয় সূত্র জানায়, ঘটনা জানাজানি হলে সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী গোলজারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে আটক থানায় নিয়ে যায়। এরপর এলাকাবাসী বেড়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে গোলজারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে আসবাবসহ ঘর পুড়ে গেছে।
আগামীকাল রোববার সকাল ১০টায় ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী বেড়া পৌর এলাকার কানাইবাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এদিকে জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ আলী দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, অভিযুক্ত গোলজারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।