আর্জেন্টিনার কাছে হেরে চাকরি যাওয়ার অবস্থা ব্রাজিল কোচের
Published: 26th, March 2025 GMT
দায়িত্ব নিয়েছেন এক বছরের বেশি সময়। দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল ম্যাচ খেলে ফেলেছে ১৬টি, যেখানে ব্রাজিল জিততে পেরেছে মাত্র ৭টিতে। সর্বশেষ দলটি আজ হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। সেটিও ৪-১ ব্যবধানে।
বোঝাই যাচ্ছে, নতুন শুরুর কথা বলে যে দায়িত্ব নিয়েছিলেন দরিভাল, সেই শুরু এখন পর্যন্ত করতে পারেননি। তাই ক্রমেই চাপের মুখে পড়ছেন এই ব্রাজিল কোচ। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দরিভালের ছাঁটাই নিয়ে কথা উঠেছে, এমন খবর দিয়েছে ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো।
গত নভেম্বরে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচটি দরিভালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেখানে কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল মুখ থুবড়ে পড়েছে। এমন পারফরম্যান্সের পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজের সঙ্গে কোচের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করেছে।
এদনালদো রদ্রিগেজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র দর ভ ল
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩