মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

বুধবার ( ২৬ মার্চ) সকাল দশটায় চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে আমরা গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীনতার সুফল জনগণকে পৌঁছে দিতে আন্দোলন-সংগ্রাম করেছি।

পৃথিবীতে অনেক ফ্যাসিবাদি দল তাদের ফ্যাসিবাদি কর্মকান্ডের কারণে বিলুপ্ত হয়েছে। যারা নিজেদেরকে স্বাধীনতার তথাকথিত ধারক-বাহক মনে করতো এই স্বাধীনতা দিবসে তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে নাই। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই ফ্যাসিবাদি হয়ে উঠবে তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বল, বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হবার পর একটি মুক্ত পরিবেশে দীর্ঘদিন পরে আজকে স্বাধীনতা দিবস পালন করছে বিএনপি।

চব্বিশের পট পরিবর্তনের পরে আমরা তথা এদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখেছে এই বাংলাদেশকে একটি কার্যকর উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে।

আমরা বিশ্বাস করি অচিরেই বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা, যেই উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিশ লক্ষ শহীদ হয়েছিলেন এবং চব্বিশের এই গণঅভ্যূত্থানে বীর সেনারা শহীদ হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামীতে।

এই মহান স্বাধীনতা দিবসে আমাদের সকলের শপথ হচ্ছে, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে চাই যে অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, আশরাফুল আলম রিপনসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ব ধ নত ব এনপ র

এছাড়াও পড়ুন:

বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত দুইজন হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তারা দুইজনই ট্রাক চালক।

আরো পড়ুন:

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়। একটি বড় লরির সাহায্যে বিকল হওয়া ট্রাকটি চেইন দিয়ে বাঁধা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বিকল হওয়া ট্রাক এবং ট্রাকটি উদ্ধারে আসা লরির চালক নিহত হন। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা/অনিক/মাসুদ

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ 
  • দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দক্ষ ও আদর্শবান দায়িত্বশীল তৈরির বিকল্প নেই 
  • শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
  • নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
  • শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল
  • গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ত্বকী হত্যা মামলা: আজমেরী ওসমানের গাড়িচালককে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর
  • রূপগঞ্জে সাবেক মন্ত্রী পুত্রের পিএস ও একাধিক মামলার পলাতক আসামি হিরা গ্রেফতার
  • ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২