মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী হত্যার ঘটনায় থানায় মামলা করেছের নিহতের বড় ভাই হাসান মুন্সী।

বুধবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি করা হয় যুবলীগ নেতা লিটন হাওলাদারকে। শাকিল মুন্সী এর বিরোধিতা করেন। এর পরিপ্রেক্ষিতে শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করেন লিটন হাওলাদারের লোকজন।

মাদারীপুরের পুলিশ সুপার মো.

সাইফুজ্জামান বলেন, ‘‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

ঢাকা/বেলাল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রাত ৮টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুনচীনে বোয়াও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা২৭ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ ইউনূস গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। এ সফরে বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুনচীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার২৮ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ