বড় চমক দিলেন নিশো, এলেন নতুন পরিচয়ে
Published: 26th, March 2025 GMT
এমনটা কেউ ভাবেনি। ভক্তদের রীতিমতো চমকে দিলেন আফরান নিশো। অভিনয়ে তিনি কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা আছে দেশ-বিদেশের দর্শকদের। কিন্তু এবার সেই চেনা গলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা। গেয়ে ফেললেন গান। তাও আবার সিনেমায়! ঈদের ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।
গানের কথা—‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি’। ঠিক যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। আজ ২৬ মার্চ গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। অভিনেতার মতে, এটা তাঁর জন্য একরকম সারপ্রাইজই ছিল। ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’ বলেন নিশো।
‘দাগি’ সিনেমায় আফরান নিশো। প্রযোজনা সংস্থার সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।
১. নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬. বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭. সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।
আরো পড়ুন:
ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার
মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’
ঢাকা/লিপি