আজ শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫, থাকছে ঈদ নিয়ে বিশেষ আয়োজন
Published: 26th, March 2025 GMT
প্রতিবারের মতো এবারও আড়ম্বরের সঙ্গে উদ্যাপন করা হবে ‘ল্যাকমে ফ্যাশন উইক’। এ বছর ২৫ বছর পূর্ণ করবে এই ফ্যাশন উৎসব। ঈদের আগেই শুরু হচ্ছে ফ্যাশনের এই মহোৎসব। তাই এবারের আসরে ঈদকেন্দ্রিক নানা আয়োজনও যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
ব্যাকস্টেজে চলছে শেষ মুহুর্তের মাপজোখ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।
আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।
আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'
গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'
চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।