ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজনের পদ স্থগিত
Published: 26th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্যসচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয়। পরে তা ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের দুজনের পদ স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিন সদস্যের কমিটিতে রয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো.
এর আগে, মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়।
এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন ও ঈদ বাজার বিতরণ
‘আপনার যাকাতে গড়ে উঠুক স্বনির্ভরতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবিকা শওকত আরা খন্দকারের সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজী মঈন উদ্দিন।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ অসহায় মানুষের সহযোগিতায় কাজ করছে।
এভাবে প্রতি ঈদেই সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও দেশের যেকোন ক্রান্তিলগ্ন ও দূর্যোগ মোকাবেলায় ‘ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এগিয়ে আসবে এই প্রত্যাশা করি।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কো-ফাউন্ডার ফাহিম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী জহির, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুবদল নেতা রাহাদ চৌধুরী, আমিনুল ইসলাম মিশু, ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রোকন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাকিব চৌধুরী, সিফাত আলম, জাওয়াদুল সিয়াম, শামীম আব্দুুল্লাহ, আশিক, রাব্বী, জুনায়েদ, মহুয়া, ঐশী ও রুপা সহ ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।