প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট আজ বুধবার বাংলাদেশ সময় ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহায় বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মো.

নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আজ বেলা ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোনো দেশে প্রথম দ্বিপক্ষীয় সফর হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট

ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআরটিএ রাজধানীর আব্দুল্লাহপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত দেওয়া হয়।এছাড়া কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকিটবিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা করা হয় ও কাউন্টারসমূহকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকিট প্রদান ও যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

আরো পড়ুন:

মাগুরায় সড়কে হাতির আকস্মিক মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্নে ঈদযাত্রা

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করার লক্ষে বিআরটিএর অভিযান চলমান থাকবে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • সাড়ে পাঁচশ’র ভাড়া নয়শ, অ্যাকশনে ভোক্তা অধিকার
  • বনানীতে পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২
  • বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা অভ্যর্থনা
  • বোয়াওয়ে ব্যস্ততম দিন শেষে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৩০ হাজার টাকা জরিমানা
  • অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট