ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নির্বাহী হাকিম (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ সময় কিছু বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে।

বুধবার সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষ্মীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউ সাফা পরিবহনে দুজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউ সাফা পরিবহনকে ৪০০০ টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহনে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় ৪০০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনাকালে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা/আসাদ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর বহন

এছাড়াও পড়ুন:

তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ...

অনেকে ধারণা করছিলেন, দ্বিতীয় সিজনে হয়তো সেই ৪০০ কোটি টাকা কোথায় আছে, সেই রহস্যের জট খুলবে। কেননা, চরকি অরিজিনাল সিরিজ সেনসেশন কনডমস প্রেজেন্টস ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর ঘোষণাটাই এসেছিল ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। এ ছাড়া প্রথম সিজন থেকে অপরাধের যেসব পথ খুলে আসছিলেন স্বপন, এবার সেগুলো একবিন্দুতে মিলবে কি না, সে প্রশ্নও রয়েছে দর্শকদের মনে।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে মাইশেলফ অ্যালেন স্বপন ২। চাঁদরাতে গল্পটি জানা যাবে সাত পর্বে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘স্বপন তার মতোই থাকছে নতুন সিজনে। তবে আমরা এবার সিরিজের স্কেল বড় করার চেষ্টা করেছি। কোনো জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজনে চরিত্রগুলোর জটিলতা, চরিত্রগুলো কীভাবে এগিয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে সিরিজটি উতরে যাবে আশা করি। দ্বিতীয় সিজনে আরও অনেক কিছু যুক্ত হয়েছে।’

আরও পড়ুনআমার ৪০০ কোটি টাকা কোথায়? ফিরছেন অ্যালেন স্বপন১৪ মার্চ ২০২৫চাঁদরাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি

সম্পর্কিত নিবন্ধ