এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট হাতে পায় জাপান। এরপর এশিয়া থেকে ইরান ৪৮ দল নিয়ে হওয়া আগামী বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে।
জাপান-ইারান ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে দ্বীপরাষ্ট্রটি।
বুধবার ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। ওই জয়ের আগেই অবশ্য আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়।
বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে এই চার দেশ অর্থাৎ জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলবে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সাত দলের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প ব ছ ই ব শ বক প র ট ক ট ন শ চ ত হয় ছ আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে চাকরিতে বেতন বাড়াতে চান? চার দক্ষতার অনুশীলন শুরু করুন এখনই
বছর শেষে ডিসেম্বর মাস এলেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে কাজের গতি অনেকটাই কমে আসে। কর্মস্থলে চলে মন্থরগতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মাসটিই হতে পারে নতুন বছরে পেশাগত সাফল্যের জন্য এগিয়ে থাকার সেরা সময়। মনে রাখবেন আপনার প্রতিষ্ঠান নতুন বছরে নিয়োগের পরিকল্পনা, পদন্নোতি ও বাজেট কিন্তু চূড়ান্ত করছে। ফলে আপনি যদি নিজেকে ঠিকঠাক দক্ষ করে তুলতে পারেন, তবে তা সরাসরি আপনার ভবিষ্যৎ বেতন ও কর্মজীবনের সম্ভাবনাকে প্রভাবিত করবে।
বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে কিছু দক্ষতা দ্রুত অপরিহার্য হয়ে উঠছে। যেমন টমস গাইডের এক বিশ্লেষণে দেখা গেছে, যাঁরা দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেন, তাঁরা সহকর্মীদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি উপার্জন করেন। লাইটকাস্টের প্রতিবেদন অনুসারে, এআই দক্ষতার উল্লেখ থাকা চাকরির বিজ্ঞপ্তিতে সাধারণত ২৮ শতাংশ বেশি বেতন দেওয়া হয়।
অনুশীলন শুরু করুন এখনই, ২০২৬ সালে ফল পাবেন—এআই প্রম্পটিংয়ে দক্ষতা বাড়ান—
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর কেবল ভবিষ্যতের ধারণা নয়; বর্তমানে প্রায় প্রতিটি আধুনিক প্রতিষ্ঠান এটির ব্যবহার শুরু করেছে। নিয়োগকর্তারা এখন এমন কর্মী খুঁজছেন, যারা জটিল ডেটা থেকে নতুন ধারণা তৈরি করতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় করতে এআই টুলস কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা অর্জন করতে হবে।
আপনার হাতের কাছে থাকা এআই টুলস যেমন চ্যাটজিপিটি বা জেমিনি দিয়ে শুরু করুন। প্রতিদিনের একটি পুনরাবৃত্তিমূলক কাজ (যেমন রুটিন রিপোর্ট বা ইমেল টেমপ্লেট তৈরি) বেছে নিন। এরপর সেই কাজটির মান উন্নত করতে দুইটি ভিন্ন প্রম্পট ব্যবহার করে দেখুন। উদাহরণস্বরূপ, দীর্ঘ ই–মেইলকে সংক্ষিপ্ত বার্তায় পরিণত করতে মডেলকে নির্দেশ দিতে পারেন। এক মাসের মধ্যে আপনি দেখবেন, আপনার কাজের গতি বেড়েছে এবং আপনি ধারাবাহিকভাবে উচ্চ মানের আউটপুট তৈরি করতে পারছেন। এটি কর্মস্থলে আপনার মূল্য সরাসরি বাড়িয়ে দেবে।
ছবি: রয়টার্স