চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা ওই শিক্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেছেন। 

গ্রেপ্তার শিক্ষকের নাম মো.

আফনান। সে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ছদাহা মিয়াজী পাড়ার মো. ইদ্রিসের ছেলে। 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ধর্মপুর ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। একই মাদ্রাসায় দুই বছর ধরে শিক্ষকতা করে আফনান।  গত সোমবার রাতে সে নিজকক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকার করে।  পরদিন সকালে শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনা জানালে তারা বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে অবগত করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে আফনান। এ ঘটনা জানতে পেরে উত্তেজিত জনতা আফনানকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ওই শিক্ষক তাঁর ছেলের সঙ্গে আগেও এমন ঘটনা ঘটিয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি এতদিন গোপন করেছিলেন। পরে বিবেকের তাড়নায় বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানান। এ সময় লোকজন ওই শিক্ষককে মারধর করে পুলিশে দেয়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে জনরোষ থেকে উদ্ধার করে আসামিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক ষকক ওই শ ক আফন ন

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ চার দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আইনজীবী আনিসুর রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এ আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৬ এপ্রিল সকালে শাহে আলম মুরাদের নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে শাহে আলম মুরাদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেপ্তার১৭ এপ্রিল ২০২৫

৬ এপ্রিল সকাল সাতটার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পলাতক ও আত্মগোপনে দেশে–বিদেশে অবস্থান করছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ