ঈদকে সামনে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে গেলো ৮ ঘণ্টায় ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে। 

এতে ১১ হাজার ৪২১টি যানবাহন পারাপার হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর মাওয়া ও জারিরা প্রান্ত মিলে সমুদয় টোল আদায় হয়েছে। 

বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ৮ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ১৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৭৪ লাখ ৮০ হাজার টাকার টোল আদায় করা হয়। এছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৪০৮টি যানবাহন পারাপার হয়। এ থেকে ৩৪ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়।

তিনি আরো জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিণবঙ্গমুখো যানবাহনগুলো সহসাই নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।

ঢাকা/রতন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গুলশানে ইফতার মাহফিল করল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি

ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান করেছে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। গত শুক্রবার রাজধানীর গুলশান ২ এর জেসিআই ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক মেজর জেনারেল এহতেশাম-উল হক, সদস্য সচিব ক্যাপ্টেন মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, মিয়া সিরাজ, নুরুল হুদা মিয়া, সেলিম প্রধান, তালুকদার মনিরুজ্জামান, বিচারপতি ড. আবু তাহের, তাসনিম রানা (সাবেক এমপি), ফাল্গুনী গ্রুপ এর চেয়ারম্যান জনাব আবদুল আল মাসুদ, লায়ন মো. সোহাগ পাটওয়ারী প্রমুখ।

বাংলাদেশ গনতান্ত্রিক শক্তির আহব্বায়ক দেশবাসীর জন্য দোয়া করছেন এবং সকল কে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ