স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল মাঠে নেমেছিল ১০ ওভারের ক্রিকেটে। তাতে মিলনমেলা বসেছিল মিরপুর শের-ই-বাংলায়।

আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপির মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন।

ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ লাল দল। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লাল দল ১০ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ সবুজ দল ৫ উইকেটে ৮৩ রান করে।

আরো পড়ুন:

বড় জয়ের আগেই বিশ্বকাপে আর্জেন্টিনা, ঝুলে আছে ব্রাজিল

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

ম্যাচে রান করেছেন  লাল দলের ওপেনার মেহরাব হোসেন অপি। ২০ বলে ৩৫ রান করেন তিনি। আরেক ওপেনার হান্নান সরকার ১১ বলে ২৫ রান করেন। এছাড়া ফয়সাল হোসেন ডিকেন্স ১৭ ও আব্দুর রাজ্জাক ১১ রান করেন।

বল হাতে সবুজ দলের হয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও মুশফিক বাবু ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তালহা জুবায়ের। ২৫ রান আসে মোহাম্মদ রফিকের ব্যাট থেকে। শাহরিয়ার নাফিস ৫ ও জাভেদ ওমর ৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেহরাব হোসেন অপি।

ম্যাচ শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন, ইফতেখার আহমেদ মিঠু, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ম্যাচ রেফারি রাকিবুল হাসান পুরস্কার তুলে দেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন

এছাড়াও পড়ুন:

চার দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে তিনি জানান, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই।

চার দিনের সফরে ২৬ মার্চ চীন পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) মহাসচিবের আমন্ত্রণে ২৬ ও ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেন তিনি। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং।

চীন সরকারের আমন্ত্রণে ২৭ থেকে ২৯ মার্চ বেইজিং সফর করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অধ্যাপক ইউনূস। সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের।

বৈঠককালে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করে উভয়পক্ষ। আলোচনাগুলোতে দুপক্ষ ব্যাপকভাবে ঐকমত্যেও পৌঁছায়।

এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শনিবার (২৯ মার্চ) সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।

প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সম্পর্কিত নিবন্ধ