দাখিল পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
Published: 26th, March 2025 GMT
২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
সংশোধিত সূচিতে বলা হয়েছে, ২০ এপ্রিলের বাংলা প্রথম পত্র পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এছাড়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২ মের পরিবর্তে ১৫ মে অনুষ্ঠিত হবে।
বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়)-এর পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে আগে প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। তবে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ২০ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও। প্রথম দিন অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।
এর আগে, ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ খ ল পর ক ষ পর ক ষ র র পর ক ষ
এছাড়াও পড়ুন:
ফেনীতে কালবৈশাখীতে লন্ডভন্ড লোকজ মেলার মাঠ
মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে গেছে ফেনী জেলায়। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে দেড়টা পর্যন্ত জেলাজুড়ে ঝড় ও বৃষ্টি হয়েছে। এ সময় জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঝড়ের গতিবেগ ছিল ১২ থেকে ১৫ নটিক্যাল মাইল। ঝড়ে লন্ডভন্ড হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখের লোকজ মেলার প্যান্ডেল। হঠাৎ মুষলধারে বৃষ্টিপাতে কিছুক্ষণের জন্য জলাবদ্ধতা দেখা দেয় শহরের প্রধান প্রধান সড়কগুলোতে।
শহর ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুষলধারে বৃষ্টিতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, স্টেশন রোড, জেল রোড, পাঠান বাড়ি রোড, ট্রাংক রোড, ফেনী পৌরসভা চত্বরে পানি জমে যায়। পরে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতায় এক ঘণ্টা পরে সড়ক থেকে পানি নেমে যায়। এদিকে তীব্র ঝড়বৃষ্টির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। ঝড়বৃষ্টিতে চলাচল করা পথচারী, যাত্রী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ ঝড়বৃষ্টিতে সড়কের ওপরে ঝোলানো ফেস্টুন ও বিলবোর্ডের ফেস্টুন ছিঁড়ে বিভিন্ন স্থাপনার ওপর পড়েছে।
এদিকে ঝড়ের কারণে অনেক স্থানে এসএসসি পরীক্ষার্থীরা দুর্ভোগের শিকার হয়। ফেনী সরকারি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী ফারহানা জারিফ বলে, পরীক্ষার শেষ দিকে ঝড়বৃষ্টির কারণে কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল না। পরীক্ষা শেষে বাড়ি ফিরতেও ভোগান্তিতে পড়তে হয়েছে।
অল্প বৃষ্টিতেই শহরের সড়কে পানি জমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। শহরের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা মাইশা ফেরদৌস বলেন, একটু বৃষ্টিতে শহীদুল্লা কায়সার সড়ক ডুবে যায়। বৃষ্টির পর পানি ডিঙিয়ে চলাচল করতে হয়েছে।
ঝড়ের পর বৃষ্টিতে পানি জমে যায় ফেনী শহরের বিভিন্ন সড়কে। আজ দুপুরে পৌর চত্বর প্রাঙ্গণে