বিসিসিবি ওমেনের ভিন্নধারার ইফতার আয়োজন
Published: 26th, March 2025 GMT
কানাডায় ভিন্ন ভিন্ন লোকেশনে ৫২ জন শিক্ষার্থীর জন্য ইফতার বক্স পিকআপের আয়োজন করেছে দেশটির স্কারবোরোতে বসবাসরত ১০ বাংলাদেশি পরিবারের সংগঠন বিসিসিবি ওমেন। গত রোববার ভিন্ন ধারার এই ইফতারের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।
আয়োজকরা জানায়, এই ইফতার আয়োজনে ভিন্নতা আনতে কানাডায় বসবাসরত দশটি বাংলাদেশি পরিবার আলাদাভাবে তাদের বাড়িতে ইফতার তৈরি করেন। পরে এডমিন তানিয়া রেজা ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার বক্স বিতরণ করেন।
এই ইফতার আয়োজনের জন্য বিসিসিবি ওমেনের পক্ষ থেকে সায়মা হাসান, তানিজা রেজা, রিঙ্কু শরীফ, সালমা ইসলাম, কঙ্কা আমিন, তানজিনা চৌধুরী, হাফসা নুসরাত খান, শান্তা কোরেশী, সুইটি মাহমুদ এবং আতিয়া আলীর পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কার নয়: রুহুল কবির রিজভী
ছবি: প্রথম আলো