মঙ্গলবার দিবাগত রাতে উরুগুয়ে মুখোমুখি হয় বলিভিয়ার। লাপাজে অনুষ্ঠিত এই ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে বলিভিয়া। আর এই ড্রয়ে ব্রাজিলের বিপক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

এরপর অবশ্য ঘরের মাঠে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করে আর্জেন্টিনা। ৬৬ বছর পর সেলেসওদের ৪-১ ব্যবধানের হার উপহার দেয়।

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়। ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় ও ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে।

আরো পড়ুন:

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। তবে তাদের বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত হয়নি। সমান ম্যাচ থেকে সমান ২১ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে আছে প্যারাগুয়ে। আর ২০ পয়েন্ট ও ব্রাজিলের সমান গোল গড় নিয়ে কলম্বিয়া আছে ষষ্ঠ স্থানে।

সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের পয়েন্ট ব্যবধান মাত্র ৬। বাছাইপর্বে প্রত্যেক দলের আর মাত্র চারটি করে ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে শেষ চার ম্যাচে ব্রাজিল পয়েন্ট হারালে আর ভেনেজুয়েলাসহ অন্যান্য দলগুলো ভালো খেললে ব্রাজিলকে প্লে’অফও খেলা লাগতে পারে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে’অফের মাধ্যমে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ পাবে।

আগামী ৪ জুন বাছাইপর্বের পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

দুই দিনের জন্য সিলেটে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কোনদিন কোথায় ঘুরবেন

অনেকেই দুই দিনের সফরে সিলেটে আসেন। কিন্তু এই স্বল্প সময়ে কোথায় কোথায় ঘুরবেন, তা নিয়ে দোলাচলে ভোগেন। তাঁদের জন্য আমাদের এই ভ্রমণ পরিকল্পনা।

তার আগে বাহনের আলাপটা সেরে নেওয়া যাক। ব্যক্তিগত বাহন থাকলে তো কথাই নেই। না থাকলে দুই দিনের জন্য ভাড়া নিতে পারেন সিএনজিচালিত অটোরিকশা বা মাইক্রোবাস। স্থানীয় বাহনেও যাতায়াত করতে পারেন।

রাতে থাকার জন্য আগেভাগেই হোটেল–রিসোর্ট বুক করে এলে ভালো। সম্ভব না হলে সিলেটে নানা মানের হোটেল আছে, খোঁজখবর করে এক রাত থাকার ব্যবস্থা করতে পারেন।

প্রথম দিন

লালাখাল: জৈন্তাপুরের লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার। লালাখাল নামে পরিচিতি পেলেও এই পাহাড়ি নদীর কেতাবি নাম সারী। বসন্তের এই সময়ে সারী নদীর বুকে থাকে পান্নাসবুজ পানি। পাহাড়কোলের নদীটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দুটি জায়গা থেকে নৌকায় আপনি সারী নদীর বুকে ঘুরতে পারেন। একটি সারীঘাট, অপরটি লালাখাল ঘাট। সময় ও খরচ বাঁচাতে সরাসরি লালাখাল ঘাটে যাওয়াই ভালো। নৌকায় ঘণ্টাপ্রতি ৫৫০ টাকা নেবে। নৌকায় ঘুরতে না চাইলে বালুময় খালের পাড় ধরে হেঁটে হেঁটেও লালাখালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ডিবির হাওর

সম্পর্কিত নিবন্ধ