মঙ্গলবার দিবাগত রাতে উরুগুয়ে মুখোমুখি হয় বলিভিয়ার। লাপাজে অনুষ্ঠিত এই ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে বলিভিয়া। আর এই ড্রয়ে ব্রাজিলের বিপক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

এরপর অবশ্য ঘরের মাঠে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করে আর্জেন্টিনা। ৬৬ বছর পর সেলেসওদের ৪-১ ব্যবধানের হার উপহার দেয়।

এই জয়ে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়। ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় ও ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে।

আরো পড়ুন:

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

সেইফার্ট ঝড়ে মাত্র ৬০ বলে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। তবে তাদের বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত হয়নি। সমান ম্যাচ থেকে সমান ২১ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে আছে প্যারাগুয়ে। আর ২০ পয়েন্ট ও ব্রাজিলের সমান গোল গড় নিয়ে কলম্বিয়া আছে ষষ্ঠ স্থানে।

সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের পয়েন্ট ব্যবধান মাত্র ৬। বাছাইপর্বে প্রত্যেক দলের আর মাত্র চারটি করে ম্যাচ বাকি রয়েছে। সেক্ষেত্রে শেষ চার ম্যাচে ব্রাজিল পয়েন্ট হারালে আর ভেনেজুয়েলাসহ অন্যান্য দলগুলো ভালো খেললে ব্রাজিলকে প্লে’অফও খেলা লাগতে পারে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি আন্তঃমহাদেশীয় প্লে’অফের মাধ্যমে বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ পাবে।

আগামী ৪ জুন বাছাইপর্বের পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি

নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।

সম্পর্কিত নিবন্ধ